আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, ১ এপ্রিল থেকেই দেশ জুড়ে বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। অর্থাৎ, জাতীয় সড়কে যাতায়াতে বাড়বে খরচ। যদিও এই ট্যাক্স বাড়ার কথা আগেই জানা গিয়েছিল।
এমনিতেই প্রতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ে। সেই হিসেবেই এবারেও বাড়ল টোল ট্যাক্সের পরিমাণ। তথ্য, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ দেশজুড়ে টোল চার্জ গড়ে চার থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সমস্ত জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের জন্য আলাদাভাবে টোল হার বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে।
কিন্তু কেন এই টোল ট্যাক্স বৃদ্ধি? কারণ হিসেবে জানা গিয়েছে মুদ্রাস্ফীতি, টোল প্লাজাগুলির রক্ষণাবেক্ষণ-সহ একাধিক কারণে এই পদক্ষেপ গ্রহণ করা জরুরি ছিল।
তথ্য, ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের অধীনে ৮৫৫টি টোল প্লাজা রয়েছে, যেখানে জাতীয় মহাসড়ক ফি (রেট নির্ধারণ এবং আদায়)নিয়ম, ২০০৮ মোতাবেক চার্জ নেওয়া হয়। এর মধ্যে প্রায় ৬৭৫টি টোল প্লাজা সরকারিভাবে অর্থায়ন করা হয়, ১৮০টি বেসরকারি কনসেশনারদের দ্বারা পরিচালিত হয়।
