আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ত রাস্তায় বচসা। সামান্য বাকবিতণ্ডা থেকে শেষমেশ হাতাহাতি। পরিবারের সামনেই ২৮ বছরের এক যুবককে পিটিয়ে খুন করল ক্ষিপ্ত জনতা। মারধরের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় এখনও পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে। মৃতের নাম, আকাশ। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা শ্রমিক ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওইদিন বাবা, মাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আকাশ। সন্ধেয় পুষ্পা পার্কের কাছে আকাশের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি অটোরিক্সা। সেই ঘটনা ঘিরেই অটোরিক্সা চালকের সঙ্গে বচসা শুরু হয় আকাশের।
দুজনের মধ্যে সামান্য বচসার পরেই অটোরিক্সা চালক ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান। কিন্তু তারপরেও আকাশকে হেনস্থা করে কয়েকজন ক্ষিপ্ত জনতা। যা শেষপর্যন্ত হাতাহাতিতে গড়ায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ক্ষিপ্ত জনতার হাত থেকে আকাশকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তাঁর বাবা। এমনকী ওই রাস্তায় আকাশকে জড়িয়ে ধরে শুয়েও পড়েন তাঁর মা।
বাবা-মায়ের হাত থেকে আকাশকে ছিনিয়ে এনে আবারও মারধর করতে থাকে কয়েকজন। অবশেষে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত তারা পুলিশি হেফাজতে থাকবে।
