বীরেন ভট্টাচার্য: ল্য়াপটপ, ট্যাবলেট এবং বিশেষ কিছু ধরণের কম্পিউটার আমদানির ক্ষেত্রে জারি করা বিধি নিষেধ কিছুটা হাল্কা করে দিল কেন্দ্রীয় সরকার। একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই সামগ্রি আমদানি করতে গেলে নথিভুক্ত করতে হবে এবং কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে তা সহ বেশ কিছু তথ্য সরকারকে জানাতে হবে। তবে কোনও লাইসেন্সের কথা উল্লেখ করা হয়নি। এই বিষয়টকেই বড় স্বস্তি বলে মনে করছে তথ্য প্রযুক্তি মহল। গত ৩ আগস্ট ল্যাপটপ, ট্যাবলেট এবং বিশেষ ধরণের কম্পিউটার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। এছা়ড়াও দেশীয় সামগ্রির বাজার যাতে মন্দা না হয়,. তারজন্য এই বিধি নিষেধ বলে জানানো হয়। তবে এও জানানো হয়, এই সমস্ত সামগ্রি একান্তই আমদানি করতে চাইলে সরকারের থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। ১ নভেম্বর থেকে সেই লাইসেন্স পাওয়া যাবে বলে জানানো হয়। তবে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে চলেছে বলে সূত্রের খবর। বৈদেশিক বাণিজ্য বিভাগের ডাইরেক্টর জেনারেল সন্তোষ কুমার সারানাগি জানিয়েছেন, নতুন অনলাইন যাচাই প্রক্রিয়া সরল করা হয়েছে। মুখের ছবি এবং কোনওরকম সংযোগ ছাড়াই তা করা যাবে বলে জানিয়েছেন তিনি।
