আজকাল ওয়েবডেস্ক: দেশের চার রাজ্যে ভোট গণনার তারিখ ৩ ডিসেম্বর। তবে মিজোরামে ৩ তারিখ ভোট গণনা হচ্ছে না। শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, মিজোরামে গণনা হবে ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার। জানা গিয়েছে, মিজোরামের বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের তরফে গণনার দিন পরিবর্তনের আবেদন জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এদিন

এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। সে কারণে রাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণনার দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। তাই ৪ ডিসেম্বর সোমবার মিজোরামে নির্বাচনের গণনা হবে। প্রসঙ্গত, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেই ফলাফলের তারিখ নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে মিজো নাগরিক সংগঠন।