আজকাল ওয়েবডেস্ক: দু'দিন ধরে কোনও খোঁজ নেই। অবশেষে মাটি খুঁড়তেই নিখোঁজ মহিলার হদিশ পেল পুলিশ। প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার হল ৫০ বছর বয়সি মহিলার টুকরো টুকরো দেহাংশ। খুন করে, মহিলার দেহাংশ মাটিতে পুঁতেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। ২৮ অক্টোবর অনীতা চৌধুরীকে শেষবার দেখা গিয়েছিল। বিউটিশিয়ন ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ওইদিন রাতে বিউটি পার্লার বন্ধ করে অটো করে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন অনীতা। কিন্তু তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। পরেরদিন থানায় নিখোঁজ ডায়েরি করেন অনীতার স্বামী। পুলিশ তদন্ত শুরু করে অটোচালকের সন্ধান পায়। এরপর অটোচালককে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 

 

বাড়িতে অভিযুক্তের স্ত্রী ছিলেন। পুলিশি জেরায় তিনি স্বীকার করেছেন, তাঁর অবর্তমানে অনীতাকে খুন করে মাটির নীচে পুঁতে দিয়েছে স্বামী। এরপর মাটি খুঁড়ে দু'টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে পুলিশ। তা থেকে অনীতার দেহের ছয় টুকরো অংশ উদ্ধার করা হয়। দেহাংশগুলো এইমসে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

 

পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, অনীতাকে প্রতারণা করার পর তাঁকে খুন করে অভিযুক্ত। যে বিল্ডিংয়ে অনীতার বিউটি পার্লার ছিল, সেখানেই উপরের তলায় অভিযুক্তের দোকান ছিল। পুরনো রাগ মেটাতেই সে খুন করেছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। মামলা রুজু করে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে তারা।