আজকাল ওয়েবডেস্ক: কাশ্মীরের শহিদ দিবসে ফের বিতর্ক তুলে দিলেন ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। এই দিনটিতে তাঁদেরকে ঘরে বন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছেন দুজনেই।
মেহবুবা নিজের এক্স হ্যান্ডেলে তাঁর বাড়ির গেটের ছবি পোস্ট করেছেন। পোস্টে নেত্রী লিখেছেন, আমার বাড়ির গেটগুলি তালাবন্ধ করা হয়েছে, যাতে করে মাজার-ই-শুহাদায় যেতে না পারি। শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে ভাঙা যাবে না।
অন্যদিকে মুফতির সুরে সুর মিলিয়ে ওমর আবদুল্লা বলেন, এই ধরনের ব্যবহার কখনই কাম্য নয়। আরও একটি ১৩ জুলাই। ফের বন্দি করে রাখা হল আমাদের। যারা এই দিনটিকে অবজ্ঞা করতে চাইছে তারাই এই ধরণের কাণ্ড ঘটিয়েছে। এটাই শেষ বছর যেখানে এই ঘটনা ঘটল। পরের বছর এই দিনটি অন্যভাবে পালন করা হবে।
১৯৩১ সালের এক রক্তক্ষয়ী দিন। ব্রিটিশ আমলে জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত হয়। মৃত্যু হয়েছিল ২২ জন বিদ্রোহীর। তাঁদের স্মরণেই ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়। আর সেদিনই ফের একবার বিতর্ক তৈরি হল।
মেহবুবা নিজের এক্স হ্যান্ডেলে তাঁর বাড়ির গেটের ছবি পোস্ট করেছেন। পোস্টে নেত্রী লিখেছেন, আমার বাড়ির গেটগুলি তালাবন্ধ করা হয়েছে, যাতে করে মাজার-ই-শুহাদায় যেতে না পারি। শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে ভাঙা যাবে না।
অন্যদিকে মুফতির সুরে সুর মিলিয়ে ওমর আবদুল্লা বলেন, এই ধরনের ব্যবহার কখনই কাম্য নয়। আরও একটি ১৩ জুলাই। ফের বন্দি করে রাখা হল আমাদের। যারা এই দিনটিকে অবজ্ঞা করতে চাইছে তারাই এই ধরণের কাণ্ড ঘটিয়েছে। এটাই শেষ বছর যেখানে এই ঘটনা ঘটল। পরের বছর এই দিনটি অন্যভাবে পালন করা হবে।
১৯৩১ সালের এক রক্তক্ষয়ী দিন। ব্রিটিশ আমলে জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত হয়। মৃত্যু হয়েছিল ২২ জন বিদ্রোহীর। তাঁদের স্মরণেই ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়। আর সেদিনই ফের একবার বিতর্ক তৈরি হল।
