আজকাল ওয়েবডেস্ক: সঠিক অধ্যাবসায় থাকলে জীবনে যে কোনও কিছুই করা সম্ভব। বিহারের যুবক তথাগত অবতার তুলসী যেন তারই জলজ্যান্ত প্রমাণ। মাত্র নয় বছরে স্কুল শিক্ষা থেকে ২১ বছর বয়সে পিএইচডি, সেখান থেকে বেকারত্বের জীবন কাটানো, তুলসীর জীবন অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। ১৯৮৭ সালের ৯ সেপ্টেম্বর বিহারের একটি সাধারণ পরিবারে জন্ম তাথাগত অবতার তুলসীর। ছোটবেলা থেকেই অসাধারণ মেধার পরিচয় দিয়েছিলেন তিনি। মাত্র নয় বছর বয়সে স্কুলের পড়াশোনা শেষ করে ফেলেছিলেন।

 

 

১১ বছর বয়সে বিএসসি এবং ১২ বছর বয়সে এমএসসি সম্পন্ন করেন পাটনা সায়েন্স কলেজ থেকে। এরপর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে ২১ বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তুলসী। এখানেই শেষ নয়, যে বিষয়ে তুলসী পিএইচডি করেন সেই একই বিষয়ে বিখ্যাত বিজ্ঞানী লাভ গ্রোভারের সঙ্গে একটি গবেষণাপত্রে কাজ করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত তা কখনও প্রকাশিত হয়নি। ২০১০ সালে তথাগত আইআইটি বম্বেতে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং তাঁর কর্মজীবন সাফল্যের সঙ্গে এগিয়ে চলে।

 

 

 

কিন্তু তুলসীর জীবনে প্রথমবার বাধা আসে ২০১৯ সালে। ২০১১ সালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, যা শুরুতে জ্বর মনে হলেও পরে একটি গুরুতর অ্যালার্জির সমস্যা বলে ধরা পড়ে। ২০১৩ সালে তুলসী ফিরে আসেন বিহারের পাটনাতে। সেই রোগ পরে এত বাড়াবাড়ির পর্যায়ে যায় যে তুলসী চার বছরের জন্য আইআইটি থেকে বিরতি নিতে বাধ্য হন।

 

 

 

দীর্ঘ চিকিৎসাজনিত ছুটির কারণে আইআইটি মুম্বাই তাঁর চাকরি বাতিল করে ২০১৯ সালে। ছোট থেকে মেধাবী, জিনিয়াস হিসেবে পরিচিত তথাগত তুলসী বর্তমানে বেকারত্বের জীবন কাটাচ্ছেন। জীবনের নতুন অধ্যায় শুরু করার লক্ষ্যে আইন নিয়ে পড়াশোনা এবং পরবর্তী পেশাগত জীবনের দিকে মনোনিবেশ করেছেন তিনি।