আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছরের শিশুকন্যা। ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে নিখোঁজ ছিল। সারাদিন তল্লাশি চালিয়েও কোনও খোঁজ মেলেনি। যদিও তার পরের দিনই খোঁজ মিলল, থানার অদূরে। মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তার কাটা পা। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, বন্য প্রাণীর আক্রমণে মৃত্যু হয়েছে শিশু কন্যার।
মথুরার ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে তাদের অনুমান জানালেও, ওই পরিবার, পরবর্তী তদন্তের জন্য চাপ দেয়। ২৭ ফেব্রুয়ারি পুলিশ তদন্তের অগ্রগতিতে ড্রোনের সাহায্য নেয়। খোঁজ মেলে শিশুর দেহের বাকি অংশের।
ময়নাতদন্তে উঠে আসে অবাক করা তথ্য। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ময়নাতদন্তে জানা গিয়েছে, বন্যপ্রাণীর আক্রমণে নয়, শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
ঘটনায় একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। স্থানীয় বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি এবং রাজ্য মহিলা কমিশনের সদস্য প্রিয়াঙ্কা মৌর্য শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছেন।
