আজকাল ওয়েবডেস্ক: সরকারের গণবিবাহের আসরে হুলস্থুল কাণ্ড। চিপসের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি। যার জেরে পদপিষ্টের ঘটনাও ঘটল বিয়ের আসরে! বিয়েতে হুল্লোড় করতে গিয়ে আহত হলেন অনেকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরে। জানা গেছে, ওই জেলায় সরকারের তরফে গণবিবাহের আসর বসেছিল। সেই বিয়ের আসরে খাবার নিয়ে তুলকালাম কাণ্ড। মুখরোচক খাবারের লোভে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাত্র ও পাত্রীদের আত্মীয়রা।
আরও জানা গেছে, ৩৮৩ যুগলের বিয়ের আসর বসেছিল। সকলেই গরিব, দুঃস্থ পরিবারের সদস্য তাঁরা। সেই গণবিবাহের আসরে চিপসের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে পদপিষ্টের মতো ঘটনাও ঘটে। আহত হয়েছেন অনেকেই।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গণবিবাহ প্রকল্পের আওতায় এই বিয়ের আসর বসেছিল। গত মঙ্গলবার রথ শহরে ব্রহ্মানন্দ মহাবিদ্যালয়ের মাঠেই গণবিবাহের আসর বসে। ৩৮৩ যুগলের বিয়ের আচার-রীতি পালনের পরেই হুলস্থুল কাণ্ড শুরু হয়। তাও আবার চিপসের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে।
একটি ভিডিওতে দেখা গেছে, ওই বিয়ের আসরে মহিলা, পুরুষ, শিশু ও বয়স্ক নির্বিশেষে সকলেই চিপসের প্যাকেট কাড়াকাড়ি করতে ব্যস্ত হয়ে ওঠেন। চিপসের প্যাকেট কাড়তে গিয়েই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে। একে ওপরের উপর উল্টে পড়ে যান। আহত হন কয়েকজন। বিয়ের পর এক পাত্রকেও চিপসের প্যাকেট নিয়ে পালাতে দেখা গেছে। সেই সময়েই গরম চা পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারের এই গণবিবাহের আসরে কোনও পুলিশ প্রশাসন ছিল না। নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রসঙ্গত, এই গণবিবাহের আসরে ৩৮০ যুগল হিন্দু রীতি অনুযায়ী এবং তিন যুগল মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
গত বছর নভেম্বরেও এমন একটি ঘটনা ঘটেছিল। বিয়ের অনুষ্ঠান ঘিরে তুমুল উন্মাদনা থাকে পাত্র-পাত্রী দুইপক্ষের আত্মীয়দের। নানা পরিকল্পনা শেষে কয়েক সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। বিয়ের সাজপোশাকের পাশাপাশি বিয়ের আসর সাজানো ঘিরেও থাকে নানা পরিকল্পনা। মনের মতো ফুল, আলোয় সেজে ওঠে আসর। হাজার হাজার টাকা ব্যয় হয়ে এর পিছনে। কিন্তু এক বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের জেরে ধ্বংসস্তূপে পরিণত হল গোটা বিয়ের আসর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের তুমুল নাচের ভিডিও। উদ্দাম নাচ দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বরযাত্রীরা তুমুল নাচে রীতিমতো মত্ত। নাচের মাঝে একে অপরকে ছুড়ে মারছেন চেয়ার, টেবিল। এমনকী খাবার টেবিলে রাখা প্লেট, গ্লাস পর্যন্ত ছুড়ে ছুড়ে মাটিতে ফেলছেন।
এখানেই শেষ নয়। নাচতে নাচতে কয়েকজন যুবক মাটিতে রাখা কার্পেট পর্যন্ত তুলে ফেলেন। কেউ কেউ খুঁটি ধরে উপরে উঠে ছিঁড়ে ফেলেন প্যান্ডেলের কাপড়। নাচতে নাচতে খুলে ফেলেন জামাকাপড়। বরযাত্রীদের এমন নাচের জেরে, কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বিয়ের আসর।
নাচের ভিডিওটি হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ৪৪ মিলিয়ন মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। নাচের ভিডিও দেখে অনেকেই হাসতে হাসতে লুটিয়ে পড়েছেন। আবার একাংশের নেটিজেনরা উষ্মা প্রকাশ করেছেন। এভাবে উন্মত্তের মতো নাচের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ঘিরেই বিরক্ত প্রকাশ করেছেন অনেকে।
