আজকাল ওয়েবডেস্ক: নতুন স্নাতক পাঠ্যক্রমে মনুস্মৃতি অন্তর্ভুক্ত হওয়া নিয়ে বিতর্কের জেরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয়ে কোনওভাবেই মনুস্মৃতি পড়ানো হবে না। তিনি বলেন, “দিল্লি বিশ্ববিদ্যালয়ে মনুস্মৃতির কোনও অংশ কোনওভাবেই পড়ানো হবে না। এর আগেও এই নির্দেশ দেওয়া হয়েছিল। বিভাগীয় কর্তৃপক্ষকে এই নির্দেশ মানতে হবে। বিভাগটির এটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত ছিল না।”

‘ধর্মশাস্ত্র স্টাডিজ’ শীর্ষক পাঠ্যক্রমে প্রাথমিকভাবে মনুস্মৃতিসহ আপস্তম্ব, বৌধায়ন, বশিষ্ঠ ধর্মসূত্র, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি এবং কৌটিল্য অর্থশাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। রামায়ণ, মহাভারত এবং পুরাণ-সহ অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থও এই পাঠ্যক্রমে রয়েছে। মনুস্মৃতি লিঙ্গ, জাতি ও সামাজিক বৈষম্যকে প্রশ্রয় দেয়—এই অভিযোগ তুলে বহু অধ্যাপক ও শিক্ষাবিদ এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। উপাচার্য জানিয়েছেন, “স্নাতক স্তরের ধর্মশাস্ত্র স্টাডিজ কোর্স থেকে মনুস্মৃতি ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও এর উল্লেখ থাকলে সেটিও বাদ দেওয়া হবে।”