আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন 'স্লামডগ মিলিয়নেয়ার'।
কৌন বনেগা ক্রোড়পতি-র মঞ্চে সুশীলের হাত তুলে বলেছিলেন খোদ সঞ্চালক অমিতাভ বচ্চন। প্রথমবার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনিই জিতেছিলেন পাঁচ কোটি টাকার চেক। কিন্তু সেই জেতাই নাকি কাল হয়েছিল। জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে ওঠে। শেষমেশ? সেই সুশীল এখন কী করেন?
বিহারের চম্পরনের বাসিন্দা সুশীল কুমার। ২০১১ সালে কৌন বনেগা ক্রোড়পতি-তে সিজন পাঁচে তিনি জিতেছিলেন পাঁচ কোটি টাকার চেক। অমিতাভ বচ্চনকে জানিয়েছিলেন, তিনি আরও পড়াশোনা করে আইএএস অফিসার হতে চান। এরপর ন'বছরে সুশীলের খোঁজ আর তেমন পাওয়া যায়নি। তারপর হঠাৎ ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় দুর্বিষহ অভিজ্ঞতার কথা ভাগ করেন তিনি।
সুশীল জানিয়েছেন, রাতারাতি কোটিপতি হয়েই সমস্যা শুরু হয়। ২০১৫ সাল থেকে জীবনের মোড় ঘুরে যায়। একাধিক ব্যবসা শুরু করেও লাভবান হতে পারেননি। বরং সবক্ষেত্রেই দিন কয়েকের মধ্যে ভরাডুবি হয়েছেন। বহু সমাজসেবী সংস্থা তাঁর থেকেই অনুদান চাইত। সেক্ষেত্রেও বহুবার প্রতারণার শিকার হয়েছেন। মাসের পর মাস বিভিন্ন সংস্থাকে টাকা দিতে দিতে মাথায় হাত পড়েছিল তাঁর।
টাকা খুইয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশীল। এরপর সিগারেট, মদের নেশা শুরু হয়। নেশায় টাকা উড়িয়ে ছারখার হয়ে গিয়েছিল। মুম্বইয়ে গিয়ে ছবির প্রযোজনাও শুরু করেছিলেন। কিন্তু সেক্ষেত্রেও লাভবান হতে পারেননি। অবশেষে গ্রামে ফিরে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে সরকারি স্কুলে মনস্তত্ত্বের শিক্ষক তিনি।
