আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে খুনের দায়ে বছরের পর বছর জেল খাটলেন স্বামী। জেল থেকে বেরিয়েই তিনি যা দেখলেন, তাতেই মাথায় হাত তাঁর। স্ত্রীর কাণ্ডে রীতিমতো চক্ষু চড়কগাছ স্বামীর। পরিবারের সদস্যরাও হতবাক। অবশেষে পুলিশের জালে 'মৃত' তরুণী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কাডাগু জেলায়। পুলিশ জানিয়েছে, বাসভানাহল্লি গ্রামের বাসিন্দা ছিলেন মালিজ। ২০১৯ সালে আচমকা নিখোঁজ হয়ে যান। তাঁর স্বামী সুরেশ বহু খোঁজাখুঁজি করেন। কিন্তু দু'বছর তাঁর আর হদিশ পাওয়া যায়নি। ২০২১ সালে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। 

 

২০২২ সালে হঠাৎ একদিন সুরেশকে তলব করে পুলিশ। জানানো হয়, তাঁর স্ত্রীর দেহাংশ খুঁজে পাওয়া গেছে। বাড়ির অদূরে একটি জায়গা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। সেটি মালিজের কঙ্কাল বলে চিহ্নিত করা হয়। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন সুরেশ। এরপর স্ত্রীকে খুনের দায়ে সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু ডিএনএ পরীক্ষার পর দেখা যায়, কঙ্কালটির সঙ্গে মালিজের পরিবারের কারও নমুনা মিলছে না। শেষমেশ জেল থেকে ছাড়া পান সুরেশ। 

 

এরপরই আসল টুইস্ট! জেল থেকে বেরোনোর পরে সুরেশ বন্ধুদের সঙ্গে দেখা করেন। তাঁরাই স্ত্রীর কীর্তি ফাঁস করেন। চলতি বছর পয়লা এপ্রিল 'মৃত' স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা যায়। হাত ধরে ঘুরতে ঘুরতে এক হোটেলে গিয়েছিলেন তাঁরা। দেখতে পেয়েই সেই মুহূর্তের ছবি, ভিডিও তুলে রাখেন সুরেশের বন্ধুরা‌। সেই ছবি, ভিডিও নিয়ে থানায় যান সুরেশ। অভিযোগের ভিত্তিতে মালিজকে আটক করেছে পুলিশ।