আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতের এক ব্যস্ত শহরের শপিং মলের গিফ্ট শপে ঘটল লজ্জাজনক ঘটনা। দোকান চালানো এক তরুণীকে লক্ষ্য করে ক্রেতার ছদ্মবেশে দোকানে ঢুকে পড়ে এক যুবক, তারপর আচমকাই খুলে বসে নিজের প্যান্ট! শুধু তাই নয়, তার উদ্দেশে করে যেতে থাকে অশালীন মন্তব্য।
ঘটনাটি ঘটেছে শুক্রবার, শহরের একটি নামকরা শপিং কমপ্লেক্সে। তরুণী দোকানদার সম্পূর্ণ ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করে ফেলেন এবং তা তুলে দেন পুলিশের হাতে। ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। রবিবার বিকেলে অভিযুক্ত অর্জুন রাও (বয়স ২১)-কে গ্রেপ্তার করা হয় তার বাড়ি, গাজিয়াবাদের কাছের সিহানি গেট এলাকা থেকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক গিফ্ট শপে ঢুকে প্রথমে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে, পণ্য দেখার ভান করছিল। সুযোগ বুঝে আচমকা সে নিজের গোপনাঙ্গ প্রকাশ করে এবং তরুণীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলেও তরুণী ধৈর্য রেখে পুরো কাণ্ড ভিডিও করেন।
বর্তমানে অভিযুক্তকে আইপিসি-র একাধিক ধারায় মামলা রুজু করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, সে পূর্বে কোথাও এমন অশালীন কার্যকলাপ করেছে কি না।
