আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার জন্য মানুষ কী না করতে পারে। কিন্তু একটি ঘটনা উত্তরপ্রদেশেরের মহারাজগঞ্জের সকল মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে। এক তরুণীর মৃত্যুর পর তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল শেষকৃত্য সম্পন্ন করার জন্য। সেখানে উপস্থিত হয়েছিলেন ওই তরুণীর প্রেমিকও। শোকে কাতর ওই তরুণ মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে সকলেই ডুকরে কেঁদে উঠলেন।
অদ্ভুত এবং আবেগঘন এই ঘটনাটি ঘটেছে নিচলাউল এলাকায়। যেখানে এক স্থানীয় যুবক তাঁর বাগদত্তার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে তাঁর শেষকৃত্যের আগেই তাঁদের বিয়ে সম্পন্ন করার জন্য জোর করতে থাকেন। তরুণীটি ওই যুবকের বাড়িওয়ালার মেয়ে ছিলেন। তিনি কেন নিজেকে শেষ করে দিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। শেষকৃত্যের মাত্র কয়েক ঘণ্টা আগে, যখন তাঁর দেহ ঘিরে সকলে শোকপ্রকাশ করছিলেন তখন যুবকটি বাড়িতে এসে বলেন, "আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাঁকে আমার স্ত্রী করে নিয়ে যাব এবং আমি তা করব।"
যখন বাতাসে শোকের কান্না এরই মাঝে একজন পুরোহিতকেও ডাকা হয়েছিল। তিনি বৈদিক মন্ত্রোচ্চরাণ করতে থাকেন এবং কাঁপা হাতে ওই যুবক মৃত তরুণীর সিঁথিতে সিঁদুর লাগিয়ে বিদায় জানান। পরিবারটি প্রথমে হতবাক হলেও, শেষ পর্যন্ত ছেলেটির আবেগঘন আবেদনে রাজি হয়ে যায়। তাদের মেয়ে এবং ওই যুবক যে একসময় সম্পর্কে ছিলেন তা স্বীকার করে নেয়।
স্থানীয়দের মতে, ছেলেটি এলাকাতেই একটি দোকান চালাত। দু’জনের প্রেমের সম্পর্ক প্রথমে মেয়েটির পরিবার অস্বীকার করলেও, পরে তারা মেনে নেয়। বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। তরুণীর আকস্মিক মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, যদিও পুলিশ এটিকে আত্মহত্যা বলে জানিয়েছে।
নিচলাউলের স্টেশন হাউস অফিসার অখিলেশ ভার্মা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একজন তরুণীর ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর আমাদের জানানো হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।”
