আজকাল ওয়েবডেস্ক: কাজের জন্য ভিন শহরে গিয়েছিলেন। হঠাৎ কাউকে না জানিয়ে বাড়িতে ফিরে আসেন। দরজা বন্ধ। তাই জানলায় উঁকি দিয়ে দেখতে গিয়েছিলেন, স্ত্রী কী করছেন। জানলা দিয়ে তিনি যা দৃশ্য দেখেন, তাতেই চোখ কপালে যুবকের। সেদিনই চরম পদক্ষেপ। স্ত্রী সহ আরও একজনকে পিটিয়ে খুন করলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁয়ের কামপুরে। পুলিশ জানিয়েছে, ৩০ বছরের জয়কান্ত দাস কাজের সূত্রে কামপুরের বাইরে থাকতেন। হঠাৎ বাড়ি ফিরে আসেন। ভাড়া বাড়ির জানলায় উঁকি দিয়ে স্ত্রী গীতা ও ভাস্কর নাথ নামের এক যুবককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন।
জয়কান্ত জানিয়েছেন, আগে থেকেই পেশায় শিক্ষক ভাস্করের সঙ্গে গীতার যোগাযোগ ছিল। তাঁর অবর্তমানে ঘনিষ্ঠতা আরও বাড়ে। দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন গীতা। আগে সন্দেহ হলেও, হাতেনাতে কখনও তাঁদের ধরতে পারেননি। এদিন কাউকে না জানিয়ে বাড়িতে এসে দু'জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন।
সেদিনই বাড়িতে তুমুল অশান্তি হয়। এর মাঝেই গীতা ও ভাস্করের উপর হামলা করেন জয়কান্ত। বারবার তাঁদের মাথায় রড দিয়ে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁরা লুটিয়ে পড়তেই থানায় গিয়ে পুলিশকে নিজেই জানান জয়কান্ত। দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয় জয়কান্তকে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
