আজকাল ওয়েবডস্ক: ভারতে প্রতিটি যুবকের স্বপ্ন জমকালোভাবে বিয়ে করতে যাবেন। নাচ, গান, রঙিন পোশাক এবং বরযাত্রী মিলে বিয়ের আনন্দ ও উত্তেজনা উদযাপন করা। সে রকমই, আদরের ছেলে যেন সারা জীবন এই দিনটিকে মনে রাখেন তাই রাশিয়া থেকে তরুণীদের ‘ভাড়া’ করে আনলেন বাবা। বিয়ের মণ্ডপে প্রবেশের আগে সেই তরুণীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
