আজকাল ওয়েবডেস্ক: কেরলের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল। আশ্চর্যের ব্যাপার এই যে নিজের বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গিয়ে স্ত্রীকে খুন করেছেন ওই ব্যক্তি। এই কৃতকার্যের পর বাড়িতে ফিরে নিজেকে শেষ করে দেন ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কেরলের ভান্দাঝির বাসিন্দা কৃষ্ণকুমার(৫২) সোমবার তাঁর মেয়েদের সঙ্গে দেখা করতে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গিয়েছিলেন। তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গেই থাকত দুই মেয়ে আমিশা এবং অক্ষরা। কৃষ্ণকুমার যখন সেখানে গিয়ে পৌঁছন তখন দুই মেয়েই স্কুলে চলে গিয়েছিল। সেই সময় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় তাঁর। রাগের বশে স্ত্রীর দিকে এলোপাথাড়ি গুলি চালান এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান কৃষ্ণকুমার। ফিরে আসেন বাড়িতে এবং বন্দুক দিয়ে গুলি করে নিজেকে শেষ করে দেন। সঙ্গীতার প্রতিবেশীরা গুলির শব্দ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে সঙ্গীতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণকুমার মালয়েশিয়ায় কাজ করতেন। ভারতে ফিরে আসার পর তিনি কোয়েম্বাটুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পুলিশ জানিয়েছে, গত দুই বছর ধরে এই দম্পতির মধ্যে বনিবনা হচ্ছিলনা। কারণ, কৃষ্ণকুমার সন্দেহ করছিলেন যে সঙ্গীতার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। জানা গিয়েছে, তাঁরা দু'জনেই আলাদা থাকছিলেন এবং আইনত বিচ্ছেদের বিষয়ে আলোচনা করছিলেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।