আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। জানতে পেরে রাগ হল না স্বামীর। টের পেলেন, স্বামীর চেয়ে প্রেমিকের প্রতিই স্ত্রীর টান বেশি। এরপর জীবনের অন্যতম বড় পদক্ষেপ করলেন যুবক। স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। ভালবাসার এমন নজিরে রীতিমতো চমকে গেছেন সকলে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের সহরসায়। জানা গিয়েছে, তরুণীর সঙ্গে যুবকের ১২ বছরের দাম্পত্য ছিল। প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। তিন সন্তান রয়েছে দম্পতির। এর মধ্যেই গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে আবদ্ধ হন তরুণী। যা কিছুদিনের মধ্যেই টের পান স্বামী।
তরুণীও স্বামীকে জানান, তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। জানতে পেরে, মেজাজ হারাননি স্বামী। বরং ঠান্ডা মাথায় স্ত্রীর বিয়ের আয়োজন করেন। ওই গ্রামেই প্রেমিকের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তরুণী। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তরুণীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন তাঁর দ্বিতীয় স্বামী। তাঁদের পাশেই দাঁড়িয়ে রয়েছেন প্রথম স্বামী। কাঁদতে কাঁদতেই স্ত্রীর বিয়ে দেন তিনি।
এ ঘটনায় শোরগোল পড়েছে বিহারে। তরুণীর দ্বিতীয় বিয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে পাঁচ লক্ষ মানুষ দেখেছেন। একজন লিখেছেন, 'একেই বলে ভালবাসা। স্ত্রীকে সুখী করতেই বিয়ে দিলেন স্বামী।' একজন আবার খোঁচা দিয়ে লিখেছেন, 'খোরপোশ থেকে বাঁচতেই হয়তো এরকম পদক্ষেপ করেছেন।'
