আজকাল ওয়েবডেস্ক: প্রসাদে নেশার দ্রব্য মিশিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বৃন্দাবনের এক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। অভিযোগ, গোটা ঘটনাটি ভিডিও করে, পরে তা দিয়ে ব্ল্যাকমেল করেছেন প্রধান পুরোহিত। ঘটনায় হুলস্থুল। ঘটনা প্রসঙ্গে, শনিবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রদেশের এক ব্যক্তি বৃন্দাবন-ভিত্তিক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। মথুরার এসএসপি এই বিষয়ে তাঁকে একটি লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযোগে কী জানিয়েছেন ওই ব্যক্তি? পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জানিয়েছেন, ''মহন্ত' (প্রধান পুরোহিত) যে 'প্রসাদ' তাঁকে দিয়েছিলেন তাতে কিছু নেশাজাতীয় পদার্থ মিশিয়েছিলেন। ওই প্রসাদ খাওয়ার পরে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছিল।' ২০২২ সালের ২২ নভেম্বর, যখন ওই ব্যক্তি আশ্রমে অবস্থান করছিলেন তখন এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ওই ব্যক্তি আরও অভিযোগ করেছেন যে, তাঁকে ওই ঘটনা কাউকে জানালে, ভিডিও প্রকাশ্যে দেখানোর হুমকি দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ করার পর তাঁকে মারধোর করা হয়েছিল। তিনি পুলিশের কাছে জানিয়েছেন, কীভাবে তিনি আশ্রম থেকে পালিয়ে বাঁচেন।

আরও পড়ুন: 'এখনও প্রথম স্ত্রীর উপর টান', বিছানায় স্বামীর পাত্তা না পেয়ে, স্ত্রী যা করে বসলেন, স্বীকার করলেন আবার সবটা...

ওই ব্যক্তি প্রথমে আগ্রা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ-এর সঙ্গে যোগাযোগ করেন, যিনি তাঁকে মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এর সঙ্গে দেখা করতে পাঠান এবং পরবর্তীকালে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, এসএসপি সার্কেল অফিসার (সদর) সন্দীপ কুমার সিংকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ গুরুতর হলেও, তা বেশ কয়েকবছর আগের ঘটনা বলে উল্লিখিত। গোটা ঘটনার তদন্ত চলছে। 

 

অন্যদিকে, বিজেপি শাসিত ওড়িশায় আবারও গণধর্ষণের ঘটনা ঘিরে তোলপাড়। এবার গণধর্ষণের শিকার ২২ বছরের এক তরুণী। আবারও ঘটনাস্থল ওড়িশার ময়ূরভঞ্জ জেলা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। চাকরির টোপ দিয়ে তরুণীর দুই পরিচিত যুবক গাড়িতে তাঁকে তুলে রওনা দেয়। বাংরিপোশি এলাকা থেকে তরুণীকে গাড়িতে তোলে তারা। এরপর বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে উদালা থানার অন্তর্গত একটি জায়গায় তাঁকে নিয়ে যায় ওই দুই যুবক। 

 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেই গাড়িতেই অপরিচিত আরও তিনজন যুবক উঠে পড়ে মাঝ রাস্তায়। এরপর পাঁচজন মিলে তরুণীকে নির্জন একটি জায়গায় নিয়ে যায়। সেখানে পাঁচজনে মিলে তরুণীকে ধর্ষণ করে। নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন, গণধর্ষণের পর রাস্তাতেই তাঁকে ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। বাকি তিনজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 

প্রসঙ্গত, ১১ আগস্ট, ১৩ বছরের এক কিশোরীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে। সেই ওড়িশার ঘটনা। বালেশ্বর, বালাঙ্গা ও কেন্দ্রপাড়ার পর এবারের ঘটনাস্থল ওড়িশার বারগড় জেলা। ৩০ দিনের মাথায় একই ঘটনা, চারবার। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছিল, মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী। গ্রামের ফুটবল মাঠে অচৈতন্য অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক জায়গায় পোড়া দাগ ছিল। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বুরলার বীর সুরেন্দ্র সাঁই ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে।