আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলছে ফেব্রুয়ারি জুড়ে। ইতিমধ্যে কোটি কোটি মানুষ প্রয়াগরাজে গিয়ে কুম্ভ স্নান সেরে এসেছেন।  বহু পুণ্যার্থী সমাগমে সরগরম প্রয়াগরাজ। তার মাঝেই উঠে এসেছে বহু ‘বাবা’র কাহিনি, উঠে এসেছে ভাইরাল মোনালিসা থেকে ভাইরাল চা দোকানির কথা।  বহু বিশিষ্ট মানুষ যেমন গিয়েছেন, তেমনই পুণ্যার্থী এসেছেন বিদেশ থেকে।  তবে মেলার প্রায় শেষের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে একটি বিজ্ঞাপন। যা নিয়ে হইচই।

কী লেখা রয়েছে ওই বিজ্ঞাপনে? তাতে সাফ লেখা রয়েছে, এই কুম্ভে যাঁরা সশরীরে গিয়ে স্নান করতে পারলেন না, তাঁদের জন্য সুযোগ। কী সেই সুযোগ? ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, যদি কেউ এখনও পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজে পৌঁছতে পারেন নি, বিজ্ঞাপনের বার্তা সুখবর তাঁদের জন্য। কী করতে হবে ইচ্ছুক ব্যক্তিদের? হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠালেই হবে বিশেষ নম্বরে। তাঁরা ওই ছবি ফটো প্রিন্ট করে, তা ডুবিয়ে নেবেন ত্রিবেণী সঙ্গমের জলে। তাতেই নাকি ওই ব্যক্তির পুণ্যস্নান হয়ে যাবে। এর জন্য লাগবে ৫০০টাকা। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই পোস্ট। হাজার হাজার মানুষ দেখছেন তা। মন্তব্যও করেছেন তাঁরা। অনেকেই বলছেন এ যেন ভার্চুয়াল ডুব।