আজকাল ওয়েবডেস্ক: মহা কুম্ভ মেলার সময় বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে মহা কুম্ভ নগরের পুলিশ ৩৪টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই ভিডিওতে ভুয়ো দাবি করা হয়েছিল যে, ১৪ ফেব্রুয়ারি মহা কুম্ভে যাওয়ার পথে একটি ট্রেনে আগুন লেগে ৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে, পুলিশি তদন্তে এই দাবি ভুয়ো প্রমাণিত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি আসলে বাংলাদেশের ২০২২ সালের একটি ট্রেন দুর্ঘটনার। ওই দুর্ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে চলন্ত পার্বত এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে যায়। ফলে, মহা কুম্ভের সঙ্গে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। এই মিথ্যা ভিডিও ছড়ানোর পেছনে দায়ী ৩৪টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মহা কুম্ভ মেলা শুরু হওয়ার পর থেকে পুলিশ মেলা সংক্রান্ত ভুয়ো খবর, ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে মোট ১২টি মামলা দায়ের করেছে। এই মামলাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ১৭১টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যারা মেলার বিষয়ে ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। 

এছাড়াও, মহিলাদের স্নান করার আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে ১৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাঁরা মেলার সকল অংশগ্রহণকারীদের গোপনীয়তা রক্ষা এবং সম্মানের উপর গুরুত্ব দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, মেলার সময় যেকোনো ধরনের অশালীন বা অবমাননাকর ভিডিও পোস্ট করা হলে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যে, ভুয়ো খবর, ছবি বা ভিডিও ছড়িয়ে দিলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মহা কুম্ভ মেলার মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের সময় বিভ্রান্তিকর প্রচারণা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই সকলকে সচেতন থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।