আজকাল ওয়েবডেস্ক: ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছিলেন দলিত যুবক। তার জেরেই ধুন্ধুমার কাণ্ড। দলিত যুবকের ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার জেরে ব্যাপক অশান্তি ছড়াল একটি গ্রাম। উঁচু জাতের বাসিন্দাদের দ্বারা রীতিমতো হেনস্থা হলেন বরযাত্রীরা। কাউকে কাউকে আবার মারধর করা হল। এই ঘটনায় আহত একাধিক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলায়। দলিত যুবক ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন বলে ঠিক করেছিলেন আত্মীয়রা। সেই মতো ঘোড়ার গাড়ির এক চালককেও খবর দেওয়া হয়। কিন্তু উঁচু জাতের প্রতিবেশী কয়েকজন যুবক তাতে আপত্তি জানান। শেষপর্যন্ত ঘোড়ায় চড়েই বিয়ের আসরে পৌঁছন যুবক। কিন্তু বিয়ের অনুষ্ঠান মিটতেই অশান্তি ছড়ায় এলাকায়। 

বিয়ের অনুষ্ঠান থেকে যখন বরযাত্রীরা ফিরছিলেন, সে সময় তাঁদের উপর হামলা করেন একদল যুবক। তখনই ঘোড়ার গাড়ির চালক, দলিত যুবকের কয়েকজন আত্মীয়কে বেধড়ক মারধর করেন তাঁরা। এমনকী নিরীহ ঘোড়াটির উপরেও শারীরিক নির্যাতন করা হয়। 

বরযাত্রীরা জানান, ঘোড়ার গাড়িটিও ভাঙচুর করে একদল যুবক। কয়েকজনের মাথায় বন্দুক রেখে টাকা, গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বরযাত্রীরা এরপর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।