আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বহু মানুষের মৃত্যু। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে। যার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ছবিতে দেখা যাচ্ছে, বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! তাঁর দুই চোখ জ্বলজ্বল করছে। অনেকেই এমনই দাবি করছেন। ভাল করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথদেবের বিগ্রহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয়। তখন তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু সেই জায়গা থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভগবত গীতা। দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন। পাতা উল্টে দেখান। তিনি দাবি করেন, এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনও ক্ষতি হয়নি। এবার বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! এই দুই ঘটনায় নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।
গত এপ্রিল মাসে একটি অবিশ্বাস্য ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আজকাল ডট ইন। দেখা গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ঈগল। ঠোঁট থেকে পতপতিয়ে উড়ছে পবিত্র পতাকা। মন্দিরের চুড়োর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে। তারপর সাঁ করে চলে গেল সমুদ্রের দিকে। এই দৃশ্য অনেকের মনেই ভয় ধরিয়ে দিয়েছিল। তার দু’মাস পরেই ঘটল এই ভয়াবহ বিপর্যয়।
