বিভাস ভট্টাচার্য
রাজ্য সরকারের হস্তক্ষেপ। নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশে মাল নিয়ে আটকে থাকা ট্রাক ও চালকদের। রাজ্য পরিবহন দপ্তরের এক সিনিয়র আধিকারিক বলেন, সীমান্তে বাংলাদেশের ভেতর যে সমস্ত ট্রাকগুলি আটকে আছে সেই ট্রাকগুলি নিয়ে চালকরা যাতে নিরাপদে ফিরতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের ফেরা শুরু হয়ে গিয়েছে। সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশের পরিস্থিতি ঘোরালো হতে থাকে। পদত্যাগ করেন শেখ হাসিনা।
রাজপথে ঘুরতে থাকে সেনার গাড়ি। দেশ ছাড়েন হাসিনা। গোটা বাংলাদেশ জুড়েই তৈরি হয় অস্থির পরিস্থিতি। এই অবস্থায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন সীমান্তের চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে এদেশে যেমন আটকে পড়েন বাংলাদেশ থেকে আসা সেদেশের নাগরিকরা তেমনি বাংলাদেশের ভেতরেও আটকে পড়েন এদেশ থেকে ট্রাকে করে মাল নিয়ে যাওয়া চালকরা। জানা গিয়েছে, এঁদের অধিকাংশই বাংলাদেশে মাল নামানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক পায়নি বলে মাল-সহ এদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে।
পরিবহণ দপ্তরের একটি সূত্র জানায়, বাংলাদেশে আটকে থাকা ২০৭ জন চালকের মধ্যে ১৯০ জন চালক তাঁদের মাল নিয়ে ফেরত এসেছেন। বাকিরা মঙ্গলবার সকালে ফিরে আসবেন। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, 'বাংলাদেশে শ্রমিক পাওয়া যায়নি বলে সেখানে মাল নিয়েই আটকে পড়েছিলেন ট্রাক চালকরা। রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে।' আপাতত দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দুই দেশের ব্যবসায়ীরা।
রাজ্য সরকারের হস্তক্ষেপ। নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশে মাল নিয়ে আটকে থাকা ট্রাক ও চালকদের। রাজ্য পরিবহন দপ্তরের এক সিনিয়র আধিকারিক বলেন, সীমান্তে বাংলাদেশের ভেতর যে সমস্ত ট্রাকগুলি আটকে আছে সেই ট্রাকগুলি নিয়ে চালকরা যাতে নিরাপদে ফিরতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের ফেরা শুরু হয়ে গিয়েছে। সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশের পরিস্থিতি ঘোরালো হতে থাকে। পদত্যাগ করেন শেখ হাসিনা।
রাজপথে ঘুরতে থাকে সেনার গাড়ি। দেশ ছাড়েন হাসিনা। গোটা বাংলাদেশ জুড়েই তৈরি হয় অস্থির পরিস্থিতি। এই অবস্থায় ভারত ও বাংলাদেশের বিভিন্ন সীমান্তের চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে এদেশে যেমন আটকে পড়েন বাংলাদেশ থেকে আসা সেদেশের নাগরিকরা তেমনি বাংলাদেশের ভেতরেও আটকে পড়েন এদেশ থেকে ট্রাকে করে মাল নিয়ে যাওয়া চালকরা। জানা গিয়েছে, এঁদের অধিকাংশই বাংলাদেশে মাল নামানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক পায়নি বলে মাল-সহ এদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে।
পরিবহণ দপ্তরের একটি সূত্র জানায়, বাংলাদেশে আটকে থাকা ২০৭ জন চালকের মধ্যে ১৯০ জন চালক তাঁদের মাল নিয়ে ফেরত এসেছেন। বাকিরা মঙ্গলবার সকালে ফিরে আসবেন। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, 'বাংলাদেশে শ্রমিক পাওয়া যায়নি বলে সেখানে মাল নিয়েই আটকে পড়েছিলেন ট্রাক চালকরা। রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে।' আপাতত দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দুই দেশের ব্যবসায়ীরা।
