আজকাল ওয়েবডেস্ক: যদি মদের দোকানে গিয়ে এক বোতলের সঙ্গে আরও একটি বোতল ফ্রি-তে পাওয়া যায় তাহলে কেমন হবে। বিষয়টি নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে তুলকালাম।
উত্তরপ্রদেশের বিভিন্ন মদের দোকানে এখন উপচে পড়া ভিড়। সেখানে চলছে বিশেষ অফার। এক বোতল মদ কিনলেই আরেক বোতল একেবারে ফ্রি-তে পাওয়া যাবে। এই অফার শোনামাত্রই সেখানে বিরাট হৈচৈ পড়ে গিয়েছে। হাজার হাজার মানুষ বিভিন্ন মদের দোকানগুলিতে ভিড় জমিয়েছে। সুরাপ্রেমীরা এই অফারকে তাদের জীবনের সেরা অফার বলেই মনে করছেন। ফলে মদের দোকানগুলি সকাল থেকে শুরু করে সারাদিন ধরে ভিড় কমছে না।
এই ভিড়কে বাগে আনতে আসরে নেমেছে সেখানকার পুলিশ। তারা প্রতিটি মদের দোকানের সামনে বিশেষ পুলিশের টিম বসিয়ে দিয়েছে। যাতে মদ কেনাকে কেন্দ্র করে সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এই কাজ করতে বাধ্য হয়েছে পুলিশ।
৩১ মার্চ পর্যন্ত এই অফার সেখানে চালু করা হয়েছে। প্রতিটি মদের দোকানে গেলেই সেখান থেকে একটি বোতল মদ কিনলে সেখানে আরও একটি ফ্রি পাওয়া যাচ্ছে। তবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে কেন এই ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে ২১ মার্চের মধ্যে উত্তরপ্রদেশের সমস্ত মদের দোকানকে নিজেদের পুরনো স্টক খালি করতে হবে।
উত্তরপ্রদেশ সরকার যে নতুন নিয়ম চালু করেছে সেখান থেকে তারা জানিয়ে দিয়েছে ৩১ মার্চের মধ্যেই সমস্ত পুরনো মদের স্টক খালি করতে হবে। এরপর ১ এপ্রিল থেকে তারা ফের নতুন স্টক নিজেদের ঘরে তুলতে পারবে। যদি এই নিয়ম মানা না হয় তাহলে মদের দোকানগুলি নতুন স্টক তুলতে পারবে না। তাই সেখানকার মদের দোকানগুলিতে এই উপচে পড়া ভিড়।
তবে সেখানে খানিকটা সাবধানী পদক্ষেপ নিয়েছে সেখানকার সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও ধরণের সমস্যা তৈরি না হয় সেজন্য প্রতিটি মদের দোকানের সামনে রয়েছে পুলিশের নিরাপত্তা। এক বোতল মদের সঙ্গে আরেক বোতল ফ্রি এই নিয়ে যেন কোনও অস্থিরতা তৈরি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে প্রশাসনের।
