আজকাল ওয়েবডেস্ক: চিতাবাঘের পরপর হামলায় তিনদিনে তিনজনের মৃত্যু। চিতাবাঘের আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে চিতাবাঘের খোঁজে তল্লাশি অভিযান শুরু করল সেনাবাহিনী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। বুধবার ১৬ বছরের এক কিশোরী, বৃহস্পতিবার ৫০ বছরের এক প্রৌঢ়, শুক্রবার ৪০ বছরের এক তরুণীর চিতাবাঘের হামলায় প্রাণ হারিয়েছেন। পরপর তিনটি হামলার পর চিতাবাঘটি ধরতে তৎপর বন দপ্তরও। ইতিমধ্যেই একাধিক খাঁচা পেতে চিতাবাঘটি ধরতে কাজ শুরু করেছে বন দপ্তরের কর্মীরা। তারপরেও গত তিনদিনে সেটি ধরা যায়নি।
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই চিতাবাঘটি ধরতে একটি দল গঠন করা হয়েছে। যোধপুর, রাজসমন্দ এবং উদয়পুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে এই দলটি গঠন করা হয়েছে। তার পাশাপাশি ছালি ও আশেপাশের গ্রামে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। জরুরি দরকার ছাড়া গ্রামবাসীদের ঘর থেকে বেরোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
