আজকাল ওয়েবডেস্ক: রাতে দুধের পাত্র নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। মাঝ রাস্তায় বড়সড় বিপদের সম্মুখীন হলেন তিনি। দুধের গাড়ি নিয়ে মাঝ রাস্তায় চিতাবাঘের মুখোমুখি হন। চিতাবাঘের সঙ্গে ধাক্কাও লাগে দুধের গাড়িটির। তারপর কোনও মতে প্রাণে বাঁচেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। রবিবার সন্ধে পৌনে আটটা নাগাদ উদয়পুরের শিল্পগ্রামের মূল রাস্তায় একটি চিতাবাঘের সঙ্গে মুখোমুখি ধাক্কা খান দুধওয়ালা। ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চিতাবাঘটি রাস্তার ধারের পাঁচিল টপকে ওই রাস্তাই পার করার চেষ্টা করছিল। কিন্তু মাঝ রাস্তার দুধের গাড়িতে ধাক্কা খায়।
দুধের গাড়ির ধাক্কায় চিতাবাঘটি ছিটকে পড়ে। এমনকী ওই ব্যক্তিও গাড়ি থেকে নীচে পড়ে যান। রাস্তায় পাত্র উল্টে সমস্ত দুধ পড়ে ছড়িয়ে যায়। মুখোমুখি সংঘর্ষের পর চিতাবাঘটি ব্যক্তির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিন্তু আক্রমণ না করে, তারপর ওই রাস্তা পার করে চলে যায়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেই, দ্রুত বাড়ির ভিতরে ঢুকে পড়েন। পরে গাড়ি নিয়েই চলে যান আহত ব্যক্তি। চিতাবাঘের আতঙ্কে এখনও তটস্থ উদয়পুরের বাসিন্দারা। গতমাসে চিতাবাঘের হামলায় উদয়পুরে দশজনের মৃত্যু হয়েছে। গত কয়েক মাসেও চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল এলাকায়।
