আজকাল ওয়েবডেস্কঃ জম্মুতে সম্প্রতি এক ছাত্রের আকস্মিক মৃত্যু ঘটে৷ হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় যুবকের৷ ঘটনার দিন রাতে তাঁকে অচেতন অবস্থায় পায় কিছু ছাত্র৷ জানাজানি হতে চারিদিক হুলুস্থুল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার কারণ তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবকের নাম বিশাল ভরদ্বাজ। বয়স ২৫ বছর৷ আইনের ছাত্র তিনি। বুধবার জম্মু বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সের হোস্টেলের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়৷ দিনের বেলায় ফাইনাল পরীক্ষার পর মঙ্গলবার রাতে হোস্টেলের পেছনের দিকে কিছু ছাত্র তাঁকে অচেতন অবস্থায় পায়৷ রিয়াসি জেলার কাটরার বাসিন্দা ভরদ্বাজকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই৷ বুধবার জিএমসি হাসপাতালে যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিছক দুর্ঘটনা কিনা পুলিশ খতিয়ে দেখছে৷ হোস্টেলের বাকি ছাত্রদের কাছেও জিজ্ঞাসাবাদ করা চলছে। পরিবারের সদস্যরা হোস্টেল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছেন। বর্তমানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনার পর্যবেক্ষণ করা চলছে।
