আজকাল ওয়েবডেস্ক: যুবক মাদকাশক্ত। রোজই সে অতিমূল্যের এমডিএমএ সিন্থেটিক ড্রাগ সেবন করে। তিতিবিরক্ত ওই যুবকের পাড়া প্রতিবেশী। শেষমেষ স্তানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মাদকাশক্ত ওই যুবককে ধরতে এলাকায় গেলেই ঘটে বিপত্তি। পুলিশকে দেখেই মাদকভরা প্লাসটিকের প্য়াকেটটি গিলে ফেলে!
ঘটনাটি কেরলের কোঝিকোড়ের। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শানিড (২৮)। সে এমডিএমএ ট্যাবলেট খেয়ে নেসা করত, যাকে সাধারণত এক্সট্যাসি পিল-ও বলা হয়। এই মাদক হ্যালুসিনেশন সৃষ্টির সহায়ক।
অভিযুক্ত মাদকভর্তি প্লাসটিকটি গিলে নেওয়ার পর পুলিশকে তার কীর্তির কথা জানায়। তাৎক্ষণিকভাবে তাকে থামারাসেরির জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কোঝিকোড়ে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেকানকার চিকিৎসকরা শানিডের পেটে প্লাস্টিকের প্যাকেট সনাক্ত করেই জানিয়ে দেন যে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে।
কিন্তু, বেঁকে বসেন অভিযুক্ত শানিড। অস্ত্রোপচারের সম্মতি দিতে অস্বীকার করে সে। পুলিশ তখন তার বাবার সঙ্গে য়োগাযোগ করে অস্ত্রোপচারের অনুমোদনের দাবি জানায়। তিনিও সম্মতিদেননি। অভিযোগ করা হয় যে, শানিডের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং ২৮ বছর বয়সেও তার শুধরানোর লক্ষণ দেখা যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন য়ে, শনিবার সকাল ১১টায় শানিড মারা গিয়েছেন। থামারাসেরি পুলিশ তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
