আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে কথা বলতে বলতে প্রেমে পড়ে গিয়েছিলেন যুবক। পাকিস্তানের এক তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। দেখা করার জন্য যেন আর তর সইতে পারছিলেন না। তড়িঘড়ি করে সীমান্ত পেরোতে গিয়েই ঘটল বিপত্তি। যুবককে আটক করল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃত ৩৬ বছরের যুবক ইমতিয়াজ শেখ আদতে জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পাকিস্তানের ওই তরুণী মুলতান শহরের বাসিন্দা। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনলাইনে তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল যুবকের। তাঁর সঙ্গে দেখা করতেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন যুবক। 

 

পুলিশ জানিয়েছে, কাশ্মীর থেকে যুবক প্রথমে গুজরাটে আসেন। কচ্ছ জেলায় খাভড়া গ্রামে পৌঁছে যান। সেই গ্রাম থেকে পাকিস্তানের সীমান্ত দিয়ে পৌঁছনোর পরিকল্পনা করেছিলেন যুবক। তবে তাঁর ধারণা ছিল, গ্রামবাসীদের থেকে সাহায্য নিয়েই সীমান্ত পেরোতে পারবেন তিনি। এভাবেই কাশ্মীর থেকে গুগল ম্যাপ দেখে কচ্ছের সীমান্তে পৌঁছে যান তিনি। 

 

যুবকের পাকিস্তানের সীমান্তে পেরোনোর কথা শুনেই পুলিশে খবর দেন স্থানীয়রা। বুধবার তাঁকে আটক করে পুলিশ। এরপরই জম্মু ও কাশ্মীরের স্থানীয় পুলিশ এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে গুজরাট পুলিশ। আটক করার কিছুক্ষণ পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন হতে পারেন।