আজকাল ওয়েবডেস্ক: বেনজির কাণ্ড। পুলিশ ও রাজনৈতিক নেতা একে অপরের গালে কষিয়ে চড় মারছেন! প্রথমে এই দু'জনের মধ্যে হাতাহাতি হয়। তারপরই তা মারধরের দিকে মোড় নেয়। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কর্নাটকের চিত্রদুর্গের একটি বেসরকারি হোটেলের কাছে। মাধুগিরির বিজেপির জেলা সভাপতি হনুমান্তে গৌড়া ও স্থানীয় থানার সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার মধ্যে এই চড় মারামারির ঘটনা ঘটেছে। শনিবার বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। বিজেপি নেতারা ওই সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করার দাবি তিলেছেন।

কী কারণে এই ঝামেলা? ১৪ মার্চ গভীর রাতে হনুমান্তে গৌড়া এবং তাঁর সমর্থকরা তুরুভানু রোডের একটি বেসরকারি হোটেলের কাছে দলবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। রাতের টহলরত সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পা জটলা দেখে সেখানে যান। জিজ্ঞাসাবাদ শুরু করেন। হনুমান্তে গৌড়া ওই পুলিশকর্মীকে জানান যে তাঁরা রাতের খাবার খাওয়ার জন্য হোটেলে এসেছিলেন।

এর পরেই, বিজেপি নেতা হনুমান্তে গৌড়া ও সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার মধ্যে তর্কাতর্কি বাধে। দু'জনেই ধৈর্য হারিয়ে একে অপরকে আক্রমণ করেন। চলে গালিগালাজ। সেই রেশ বাড়তে থাকে। য়া ক্রমনেই হাতাহাতি ও একে অপরে চড় মারার মতো বিষয়ে পরিণত হয়। মারামারির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, বিজেপি নেতা রেগে পুলিশকর্মীটিকে অশ্রাব্য গালিগালাজ করছেন। এতেই ওই পুলিশ কর্মী প্রথমে চড় লাগান বিজেপি নেতার গালে। সঙ্গে সঙ্গেই ওই পুলিশকর্মীকে পাল্টা চড় মারেন নেতা। এক মুহূর্তও নষ্ট না করে ওই পুলিশকর্মী আবার ঘুরিয়ে থাপ্পড় লাগান বিজেপি নেতাকে।

 

?ref_src=twsrc%5Etfw">March 16, 2025

ঘটনার পর সাব-ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পার আঙুলে আঘাত লাগে। গাদিলিঙ্গাপ্পা সেই রাতে টাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন,  'হনুমন্তে গৌড়া একজন পুলিশ অফিসারের উপর হামলা করেছেন, তার আগে তর্ক-বিতর্ক করছিলেন, কর্তব্যরত অবস্থায় পুলিশের পোশাক ছিঁড়ে দিয়েছেন এবং পুলিশকে টেনে নিয়ে গিয়েছেন।'

এই অভিযোগের ভিত্তিতে, হনুমান্ তেগৌড়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

আহত সাব-ইন্সপেক্টর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, হনুমান্তে গৌড়াকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, পুলিশ অফিসার নিজেই তাঁর উপর হামলা চালিয়ে ছিলেন। হনুমান্তে গৌড়াকে বেঙ্গালুরুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সাংসদ গোবিন্দ কারাজোলা,  বিধানসভা পরিষদের সদস্য কেএস নবীন, প্রাক্তন বিধায়ক টিপ্পারেড্ডি এবং অন্যান্যরা জেলা হাসপাতালে গিয়ে হনুমান্ তেগৌড়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।  

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ কারাজোল অভিযোগ করেছেন যে, "পুলিশ অফিসার রাতে হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের উপর হঠাৎ আক্রমণ করেন। পুলিশ দলের নেতা, কর্মীদের উপর রিভলবার দিয়ে গুলি চালানোর চেষ্টা করে। সেই সময় একজন পুলিশ অফিসার আহত হতে পারেন। পিএসআই গাদিলিঙ্গাপ্পা ভয়ঙ্কর প্রবণতা দেখিয়েছেন। ঘটনার তদন্ত করা উচিত, এবং ততক্ষণ পর্যন্ত অভিুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত করা উচিত। তার দুর্ব্যবহারে মানুষ ভীত। ওই অফিসারকে অপসারণ করা উচিত।" 

পরে, বিজেপি নেতাদের একটি প্রতিনিধিদল পুলিশ অফিসারকে বরখাস্তের দাবিতে এসপি রঞ্জিত কুমার বান্দারুর কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে।