আজকাল ওয়েবডেস্ক: উধমপুর এনকাউন্টারে শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ। ভাইয়ের মৃত্যুর পর সাংবাদিকদের সামনে কথা বললেন তাঁর ভাই, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান রফিকুল শেখ। তিনি জানান, "প্রথমত আমার দায়িত্ব দেশের প্রতি। আমার ভাই শহীদ হয়েছে এবং আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে পরিবারের সাথে দেখা করার অনুমতি দিয়েছেন। তবে আমার কাছে দেশ সবার আগে, তারপর পরিবার।"
এই বক্তব্যের সময় এলাকাজুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজনও ভিড় জমিয়েছিলেন ভাইয়ের সাহসিকতায় সম্মান জানাতে। রফিকুল শেখের বক্তব্যে সেনা পরিবারের দেশপ্রেম ও কর্তব্যবোধের প্রতিচ্ছবি স্পষ্ট হয়।
