আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের পর, রাজস্থান। জুনের পর জুলাই। ফের বিমান দুর্ঘটনা। মৃত্যু, হাহাকার। বুধবার ভেঙে পড়ল বিমান বাহিনীর ফাইটার জেট। রাজস্থানের চুরু জেলায় এই বিমানটি আকাশ থেকে মাটিতে পড়ে বিকট শব্দে, পড়েই টুকরো টুকরো হয়ে যায়। প্রাণ গিয়েছে দুই চালকেরই।
তাঁদের মধ্যেই একজন স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু। হরিয়ানার বাসিন্দা। বয়স ৩২। হরিয়ানার রোহতকের খেরি সাধ গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: মাঝরাতে ফোন, হন্যে হয়ে স্বামীর খোঁজ করতে গিয়ে মৃত্যু, মহেশতলা কাণ্ডে 'স্বামী'কেই গ্রেপ্তার করল পুলিশ
বিবাহিত। স্ত্রী সুরভী সিন্ধু, পেশায় চিকিৎসক। ১০ জুন পুত্র সন্তানের বাবা হয়েছেন লোকেন্দ্র। লোকেন্দ্র সন্তান জন্মের পর ছুটিতে ছিলেন। কাজে ফিরেছিলেন এক সপ্তাহ আগেই। সন্তান জন্মের এক মাসের মাথায়, ৯ জুলাই বিমান দুর্ঘটনায় প্রাণ গেল তাঁর। জানা গিয়েছে, উড়ানের আগে, বাবাকে ফোন করে কথা বলেছিলেন তিনি। হোয়াটসঅ্যাপের 'ফ্যামিলি গ্রুপ'-এ শেয়ার করেছিলেন সদ্যোজাত সন্তানের ছবিও। লোকেন্দ্র তাঁর পরিবারের একজন, যিনি বিমান বাহিনীতে যুক্ত ছিলেন।
লোকেন্দ্র সিং সিন্ধুর বাবা যোগিন্দর সিং ২০২৩ সালে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে সুপারিনটেনডেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন এবং তার মা একজন স্কুল শিক্ষিকা। বড় ভাই একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত। লোকেন্দ্রর মৃত্যুতে ভেঙে পড়েছে সিন্ধু পরিবার।
