আজকাল ওয়েবডেস্ক: ভারতে যেকোনও অনুষ্ঠানেই মিষ্টি অপরিহার্য। তবে, মিষ্টি ময়রাদের তৈরি খাবারের স্বাস্থ্য ও পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন ওঠে। আদেই ময়া বা রাঁধুনিদের অস্বাস্থ্যকর অভ্যাসের অনেক ঘটনাই সামনে এসেছে। যার ফলে ক্যাটারিং পরিষেবা নিয়েও নানা মত। রাঁধুনিদের এনেক সময়ই খাবারে থুতু ফেলতে, এমনকি প্রস্রাব করতেও দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে এরকম একটি ভিডিও আপলোড করা হয়েছে। যা নিয়ো তোলপাড় পড়েছে।
ভাইরাল সোশ্যাল মিডিয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি গুলাব জামুনে ভরা বিশাল একটি পাত্রে প্রস্রাব করছেন। সেই সময়ই ওই ব্যক্তির সহকর্মীরা জঘন্য ওই ঘটনাটির ভিডিও করছেন। তবে ঘৃণ্য ওই ভিডিও-র সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি।
ওই ভিডিও ক্লিপকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। ব্যক্তির উদ্দেশ্য অজানা হলেও, এই ধরনের আচরণ অযৌক্তিক এবং অসহনীয়। দর্শকরা সকলেই ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করেছেন। এই ধরনের ব্যক্তিদের কঠোর পরিণতির আহ্বান জানিয়েছেন। তবে, কিছু দর্শক অনুমান করছেন যে, লোকটি কেবল ভাইরাল হওয়ার জন্য একটি জলের বোতল খালি করছিলেন এবং প্রস্রাব করার ভান করছিলেন।
