আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতেই তীব্র ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সোমবার সেনসেক্স প্রায় ৫৭৪ পয়েন্ট পড়ে ৮০,৮৭৭.৩২-এ ঠেকেছে, অপরদিকে নিফটি ১৬২.৭৫ পয়েন্ট কমে ২৪,৫৮৭.৯৫-এ নেমে এসেছে। বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা, এশীয় বাজারে দুর্বলতা, টেক ও ধাতু সংস্থাগুলিতে বিক্রির চাপ শেয়ার বাজারকে কাঁপিয়ে দেয়।
প্রধান কারণগুলি যা বাজার পতনের দিকে ঠেলে দিল:
ধাতু সংস্থার উপর মার্কিন শুল্কের ভীতি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক দ্বিগুণ করার হুঁশিয়ারি দিয়েছেন। এর ফলে জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো, টাটা স্টিল-সহ অনেক শেয়ারে ১.৫ শতাংশ অবধি পতন দেখা গেছে।
আইটি সংস্থাগুলিতে বিক্রির ঝড়: আমেরিকান বাজারের উপর নির্ভরশীল আইটি শেয়ারগুলি ১.২৫ শতাংশ পড়েছে। বিশ্ব বাণিজ্য অনিশ্চয়তার কারণে এই খাতে আঘাত বেশি।
ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি: ইউক্রেনের ড্রোন হানায় রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটিতে আঘাতের পর যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে। তুরস্কে আজ নির্ধারিত শান্তি আলোচনার আগে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বেড়েছে।
চীন-মার্কিন বাণিজ্য দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে: ট্রাম্পের অভিযোগের পাল্টা জবাবে চীনের বাণিজ্য মন্ত্রক বলেছে, তারা "জোরালো পদক্ষেপ" নেবে। এই বিবৃতিতে নতুন করে শুল্ক যুদ্ধের আশঙ্কা জাগছে।
বিশ্ব বাজারের নেতিবাচক ইঙ্গিত: হংকংয়ের হ্যাংসেং সূচক তিন সপ্তাহের সর্বনিম্নে। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কসপাই ও চীনের সাংহাই কম্পোজিটও পড়েছে।
বিদেশি লগ্নিকারীদের টানা বিক্রি: শুক্রবারই এফআইআইরা প্রায় ৬,৪৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এর ধাক্কাও সোমবারের বাজারে পড়ে।
আজ বাজারে মোট ১,৭৮৩টি শেয়ার উত্থানে থাকলেও, ১,৫৬৫টি পতনে এবং ১৬৫টি অপরিবর্তিত ছিল। বিশেষজ্ঞদের মতে, সামনের দিনগুলোতেও বাজারে চরম ওঠানামা অব্যাহত থাকতে পারে যদি বিশ্ব রাজনীতি ও বাণিজ্যে উত্তেজনা না কমে।
