আজকাল ওয়েবডেস্ক : মার্কিন দেশকে টেক্কা দিল ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে ফাইভ জি মোবাইল মার্কেটের দখল নিল ভারত। একনম্বরে রয়েছে চিন। চলতি বছরে ফাইভ জি মোবাইলের বিক্রি ২০ শতাংশ হারে বেশি হয়েছে। এখনও বাকি রয়েছে বছরের অনেকটা সময়।
অ্যাপেলের তৈরি ফাইভ জি মোবাইল ফোন সবথেকে এই সময়ে বিক্রি হয়েছে। বাকি মোবাইল ফোনের কোম্পানিগুলিও এই সময়ে ভাল ব্যবসা করেছে। এই সমস্ত মোবাইল ফোনগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যেই বিক্রি হয়েছে। ফলে সাধারণ মানুষ খুশি মনে এর ব্যবহার করেছে। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল প্রতিষ্ঠানগুলি তাই ভারতকে নিজেদের ব্যবসার প্রধান টার্গেট হিসাবে বেছে নিয়েছে।
দেশের প্রতিটি প্রান্তের মানুষ নিজেদের পুরাতন ফোন বদলে ফাইভ জি ফোন ব্যবহারে মন দিয়েছে। পাশাপাশি ফাইভ জির নেটওয়ার্ক আরও ভাল হওয়ার জন্য এখানে এর চাহিদা প্রতিদিনই বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়ে দিয়েছিলেন দামের দিক থেকে সস্তা হবে এই ফাইভজি নেটওয়ার্ক। একই সঙ্গে তিনি আরও বলেছিলেন ভারতে মোবাইল ডেটার দাম বিশ্বের অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। যতদিন যাবে এই পরিষেবার দাম আরও কমতে থাকবে।
ফোর জি নেটওয়ার্কের থেকে এই ফাইভ জি নেটওয়ার্ক ১০ গুণ গতিশীল। ফলে ভারতীয়দের মধ্যে এর আগ্রহ তুঙ্গে হবে। সেই কথাই মিলে গেল। মার্কিন দেশকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। এখন সামনে শুধু চিন।
