আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক বছরে প্রেম আর যৌনতা নিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি যে বদলেছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। বিশ্বব্যাপী জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বেল জানাচ্ছে, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা এবং নতুন কিছু এক্সপেরিমেন্ট করার প্রবণতা বেড়েছে চোখে পড়ার মতো।
জুলাই মাসে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের উপর চালানো এক সমীক্ষায় উঠে এসেছে, এই পাঁচটি দেশের মধ্যে যৌনতা বিষয়ে সবচেয়ে বেশি স্বচ্ছতা দেখিয়েছেন ভারতীয়রাই — প্রতি তিনজনের একজনেরও বেশি (৩৪%) জানিয়েছেন, এখন তাঁরা আগের চেয়ে অনেক বেশি খোলাখুলি কথা বলেন এই বিষয়ে।
করোনাকালই যেন হয়ে উঠেছিল ‘ইন্টিমেসির রিসেট বাটন’। একা থাকা, অনিশ্চয়তা আর দীর্ঘ সময় নিজেদের সঙ্গে কাটানোর অভিজ্ঞতা অনেককেই ভাবতে শিখিয়েছে ঘনিষ্ঠতা ও কামনার মানে। প্রায় ৬৫ শতাংশ ভারতীয় সিঙ্গেল স্বীকার করেছেন, অতিমারী তাঁদের যৌনতা ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিয়েছে।
সমীক্ষায় অংশ নেওয়া ৩৭ শতাংশ ভারতীয় জানিয়েছেন, এখন তাঁরা সঙ্গীর সঙ্গে নিজেদের আকাঙ্ক্ষা, সীমা ও চাহিদা নিয়ে অনেক বেশি স্পষ্টভাবে কথা বলেন। এমনকী, ৫১ শতাংশ বলছেন, যৌনতা ও অন্তরঙ্গতা নিয়ে তাঁরা এবার একটু অন্য পথে হাঁটছেন— নয়া অভিজ্ঞতার খোঁজে বেরিয়েছেন।
আরও একটা ট্রেন্ড চোখে পড়েছে— ডেটিং অ্যাপে পরিচয়ের পর, লকডাউনের সময় অনেকেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। সমীক্ষা অনুযায়ী, এমন ঘটনা ঘটেছে অন্তত ৩৩ শতাংশ ক্ষেত্রে।
তবে শুধু লকডাউনের সময়ই নয়, সেই বন্দিদশা কাটিয়ে ওঠার পরেও যৌনতার প্রতি আগ্রহ কমেনি বরং তা যেন আরও জোরালো হয়েছে। ৬০ শতাংশ ভারতীয় বাম্বেল ব্যবহারকারী জানিয়েছেন, নিষেধের পর শরীরী সম্পর্কে ফের ঝাঁপিয়ে পড়তে তাঁরা ছিলেন দারুণ প্রস্তুত।
সব মিলিয়ে, প্রেম-ভালবাসা আর যৌনতাকে নিয়ে যে ভারতীয়দের মানসিকতায় একটা টেকটনিক পরিবর্তন ঘটেছে— তা নিয়ে সন্দেহ নেই। লকডাউন হয়তো সেই পরিবর্তনের গতি বাড়িয়েছে, কিন্তু তার ভিত্তি যে আরও গভীরে, তা বলাই বাহুল্য।
