আজকাল ওয়েবডেস্ক: কোথায় দাবদাহ? তাপপ্রবাহ? কিছুদিন গরম অনুভূত হলেও, এ যে ভরা গ্রীষ্মকাল, দরদর করে ঘাম ঝরার কথা, এবছর তার সাক্ষী থাকল না দেশের কোনও প্রান্তের মানুষ। কয়েকটি রাজ্যে কিছুদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, মে মাসের একটানা আরামদায়ক আবহাওয়া সবটাই যেন ভুলিয়ে দিয়েছিল। গরমকালের কথা কারও মাথাতেও আসেনি। বরং স্বস্তির বৃষ্টি উপভোগ করতেই ব্যস্ত ছিলেন সকলে। কিন্তু জানেন কি, চলতি বছর মে মাসে আবহাওয়ার একাধিক রেকর্ড নতুন করে তৈরি হল।
পরিসংখ্যান অনুযায়ী মৌসম ভবন জানিয়েছে, ১২৪ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে ২০২৫ সালের মে মাসে। চলতি বছরে মে মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ ১৯০১ বছরে যা নতুন করে রেকর্ড তৈরি করল। পরিসংখ্যান বলছে, গত মাসে দেশে ভারী বৃষ্টি হয়েছে ১০৫৩ বার৷ অতি ভারী হয়েছে ২৬২ বার। অতি প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ৩৯ বার৷ গত পাঁচ বছরের তুলনায় যা সর্বাধিক৷ ২০২১ সালে অতি প্রবল বৃষ্টিপাত ৪২ বার হয়েছিল।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি বছরে আগেভাগেই বর্ষার আগমন, আবর সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে মে মাসে প্রবল বৃষ্টির সাক্ষী থাকল দেশ। শুধু বৃষ্টি নয়, তাপমাত্রার পারদও নতুন রেকর্ড ছুঁয়েছে।
১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত শীতলতম মে মাস ছিল ১৯১৭ সালে৷ সেবার দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস৷ চলতি বছরে মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৮ ডিগ্রি সেলসিয়াস৷ ১৯২০, ১৯৩৩, ১৯৭১, ১৯৭৭, ২০২১ সালের পর ২০২৫ সালে মে মাসে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল।
