আজকাল ওয়েবডেস্ক: নয়া আতঙ্কের নাম গুলেন বেরি সিনড্রোম। সম্প্রতি সংক্রমণ বাড়ছে এই বিরল স্নায়ু রোগের। মহারাষ্ট্রের পুনেতে ইতিমধ্যে এই রোগের ভয়াবহতা নজরে এসেছে। খাস কলকাতায় সঙ্কটজনক দুই শিশু। চিকিৎসকেরা যদিও জানিয়েছেন, এই রোগ নতুন নয়। আগেও বারবার অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের উপসর্গ, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানাচ্ছেন তাঁরা। কিন্তু প্রশ্ন, এই রোগের চিকিৎসা কতটা ব্যয়বহুল?
 
 চিকিৎসকেরা জানাচ্ছেন, এই রোগ ধরা পড়লে দ্রুত ইমিউনো গ্লোবিউলিন ইনজেকশন দিতে হয়। কী এই ইনজেকশন? সর্ববভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ইমিউনো গ্লোবিউলিন ইনজেকশনের দাম প্রায় ২০ হাজার টাকা। 
মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রথমে পায়েই হতে পারে প্যারালিসিস। শেষ পর্যায়ে ফুসফুসে আক্রমণ করে। তখন শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। ডা: বসুর কথায়, গুলেন বেরি সিনড্রোম নতুন নয়। বহু বছর আগেও ছিল। জিবিএস- এর উপসর্গগুলি কয়েক সপ্তাহ ধরে স্থায়ী হয়। শুরুতেই চিহ্নিত হলে সঠিক চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান। তবে শেষ পর্যায়ে ধরা পড়লে রোগীকে ভেন্টিলেটরের সাপোর্টেও রাখতে হয়। যে কোনও বয়সেই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
এই রোগের চিকিৎসা যে বহুমূল্যের, সেকথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। তিনি জানান, ‘যেহেতু এই রোগের চিকিৎসা ব্যয়সাপেক্ষ, সে কারণে পুরসভা-প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেবে সরকার।‘ কোন অঞ্চলের বাসিন্দাদের জন্য কোন হাসপাতালে এই পরিসেবা জারি থাকবে, তাও জানিয়েছেন অজিত পাওয়ার।
