আজকাল ওয়েবডেস্ক: প্রবল শীতের সঙ্গে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করলে হাওয়া অফিস। এখানেই শেষ নয়, দেশের বেশ কয়েকটি রাজ্যে রাত এবং সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে বলেও সতর্কতা জারি করেছে আইএমডি। উত্তর ভারতের বিভিন্ন অংশে বছরের শেষ থেকেই চলবে শৈত্যপ্রবাহ। সমতলে থাকবে শীতের আমেজ আর পাহাড়ের দিকে থাকবে বরফের চাদর।
 
 আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে উত্তরপ্রদেশে বর্তমানে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি যদি আরও দুদিন ধরে চলতে থাকে তাহলে প্রবল শীতের কামড় অনুভব করবেন সেখানকার বাসিন্দারা। অন্যদিকে মধ্যভারতের বিভিন্ন অংশে শীত বজায় থাকবে। তবে রাত বা সকালের দিকে থাকবে প্রবল কুয়াশার দাপট। বছরের শেষদিকে শীতের আমেজ থাকবে রাজস্থান এবং হিমাচল প্রদেশেও। 
 
 বছরের শেষ দুটি দিনে হিমাচল প্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ চলবে। এর সঙ্গে তাল রেখে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, রাজস্থানেও শীত থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বৃষ্টিও বাড়তি মাথাব্যাথা হবে সকলের মধ্যে। 
 
 কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ এবং মধ্য কাশ্মীরে তুষারপাতের জেলে বন্ধ হতে পারে বিভিন্ন জাতীয় সড়ক। ইতিমধ্যেই তুষারপাতের জেরে বানিহাল এবং বারামুলার মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে। শ্রীনগর থেকে বিমান ওঠানামাও বন্ধ করে রাখা হয়েছে।
 
 উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি অংশে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সেখানে টানা তুষারপাত চলছে। যোশীমঠ সহ বিভিন্ন অংশে বরফের জেরে বন্ধ রয়েছে বিভিন্ন প্রধান রাস্তা। তুষারপাত কমলে দিনের বেশিরভাগ সময়ে চলছে টানা বৃষ্টি। ফলে তাপমাত্রার পারদপতন আরও বেশি করে হয়েছে। সবমিলিয়ে বলা যায় বছরের শেষে শীতের আমেজ অনুভব করছেন ভারতবাসী। বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে শীতের আমেজ আরও জোর করে কামড় দিয়েছে।  
