আজকাল ওয়েবডেস্ক: তীব্র দাবদাহ থেকে মিলবে স্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। চলবে আগামী কয়েকদিন পর্যন্ত। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

রবিবার উত্তর ভারতের বেশকিছু রাজ্যে প্রবল ঝড় এবং তারপরে শিলাবৃষ্টি হয়েছে। সাময়িক স্বস্তি মিলেছে সাধারণের। এই স্বস্তি থাকবে আরও কিছুদিন। দিল্লি-এনসিআর, উত্তর-পশ্চিম ভারত-সহ দেশের বেশিরভাগ জায়গায় ৮মে পর্যন্ত বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বেশকিছু রাজ্যে এই আবহাওয়া জারি থাকবে ১০ মে পর্যন্ত। 

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, সিকিম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে আগামী কয়েকদিন এই আবহাওয়া জারি থাকবে। 


পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিহারের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা পাঁচ এবং ছ’ মে। পাঁচ মে পশ্চিম ও পূর্ব রাজস্থানের বিভিন্ন স্থানে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, রায়লসীমা, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল-এও আগামী সাত দিনে আবহাওয়া থাকবে স্বস্তির।