আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শীঘ্রই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর ফলে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের পাঁচটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ১৯ আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকালে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ‘এই ঘূর্ণিঝড় ১৯ তারিখে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব হিসেবে অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে’। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে বিশাখাপত্তনম, অনাকাপল্লী, ডঃ বি আর অম্বেদকর কোনসীমা, কাকিনাডা ও পশ্চিম গোদাবরী জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

পাশাপাশি, শ্রীকাকুলম, পার্বতীপুরম মন্যম, পূর্ব গোদাবরী, আল্লুরি সীতারামারাজু, এলুরু, কৃষ্ণা, বাপতলা, পালনাডু, প্রকাশম ও নন্দ্যাল জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কুর্নুল, অনন্তপুর, ওয়াইএসআর কড়পা, নেল্লোর, তিরুপতি ও চিত্তুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া (ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে) ও ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে শ্রীকাকুলম, বিজিয়ানাগরম, বিশাখাপত্তনম, অনাকাপল্লী, কাকিনাডা, কোনসীমা, পূর্ব গোদাবরী এবং ইয়ানাম জেলায় পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, ব্যাপক দুর্যোগের মুখে মহারাষ্ট্রও। প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ে সমস্ত স্কুল-কলেজ ইতিমধ্যেই বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। বিএমসির তরফে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ে সব স্কুলে ছুটি দেওয়া হচ্ছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, মুম্বইয়ের জন্য আগে জারি করা কমলা সতর্কতা বদলে বর্তমানে লাল সতর্কতা জারি করা হচ্ছে। টানা বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠছে। গ্রেটার মুম্বই পুলিশের কমিশনার জানিয়েছেন, ‘অরেঞ্জ অ্যালার্ট জারির মধ্যেই প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় একাধিক এলাকায় জলজট ও দৃশ্যমানতা হ্রাসের ঘটনা ঘটছে’।

সাধারণ নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি টুইট বার্তায় সতর্ক করে বলেন, ‘অত্যাবশ্যক না হলে বাইরে বেরোবেন না, যাতায়াত পরিকল্পনা করে করুন। কোনও জরুরি পরিস্থিতিতে ১০০ / ১১২ / ১০৩ নম্বরে যোগাযোগ করুন’। অন্যদিকে, মুম্বইয়ের প্রাণরেখা হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবা দেরিতে চলছে। অফিস যাত্রীদের মতে, ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত দেরি হচ্ছে ট্রেন চলাচলে। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিয়নের গান্ধী মার্কেট সংলগ্ন রাস্তাগুলি পুরোপুরি জলের তলায় চলে গেছে। আবহাওয়া দপ্তর সোমবার মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের উপকূলবর্তী কয়েকটি জেলা রায়গড়, রত্নাগিরি, সাতারা, কোলহাপুর ও পুনেতেও লাল সতর্কতা জারি করেছে।