আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস হাওয়া অফিস আগেই দিয়েছিল। আগামী দিনগুলিতে ফের বর্ষা ফিরবে বঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা সকালের আপডেটেই দিয়েছিল মৌসম ভবন। শুক্রবার বিকেলের বিস্তারিত বিবরণ ভয় ধরাবে।

কিন্তু কারণ কী? কারণ হিসেবে জানা গিয়েছে একটি নিম্নচাপ অঞ্চল সরার পরেই নতুন করে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন: বেলা বাড়তেই বদলে গেল আবহাওয়া, কলকাতায় তুমুল বৃষ্টি, কোন কোন জেলায় হলুদ-কমলা সতর্কতা? জানুন...

 আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী বায়ু এখন বিকানের, সিকারের মধ্য দিয়ে নিম্নচাপের কেন্দ্র উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, সিধি, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া, কাঁথি হয়ে সেখান থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে।

মৌসুমি বায়ু প্রবাহ-সহ একাধিক কারণে ১৮-২১ জুলাই, উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 উত্তর বঙ্গোপসাগরের উপর প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের কারণে, ২৩ জুলাই, থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা। 

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একাধিক স্থানে বজ্রপাত, হালকা-মাঝারি বৃষ্টি এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা।

১৯ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি বিক্ষিপ্ত স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-১১ সেমি)  সম্ভাবনা। 

২০ তারিখ উত্তর বঙ্গ জুড়ে বৃষ্টি সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং উত্তর দিনাজপুরের বিক্ষিপ্ত অঞ্চলে স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 


২১ জুলাই, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি,
কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-১১ সেমি) সম্ভাবনা। 

 ২২ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। 

একই সঙ্গে হাওয়া অফিস এদিন জানিয়েছে, ১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টির পরিমাণ। অর্থাৎ এই সময়কালে রাজ্যের কোন জেলায় কতটা বৃষ্টি হয়েছে তার হিসেব। তাতে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই তিন জেলায় প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি বৃষ্টি হয়েছে।  রাজ্যের চার জেলায় বৃষ্টি থেকে প্রয়োজনের থেকে বেশি। আট জেলায় গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে স্বাভাবিক পরিমাণে। ছয় জেলায় প্রয়োজনের থেকে কম বৃষ্টি হয়েছে। ছয় জেলায় উত্তরের। সেগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, উত্তরদিনাজপুর। কেবল উত্তরের কালিম্পং জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।