আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহ, তীব্র গরম থেকে সাময়িকভাবে রেহাই। মে মাসের শুরুতে ঘূর্ণাবর্তের জেরে গোটা দেশে প্রবল দুর্যোগের ঘনঘটা। আগামী পাঁচদিন একটানা তুমুল ঝড়, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক রাজ্যে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরম থেকে দিন কয়েক স্বস্তি মিললেও, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণাবর্তের জেরে আগামী পাঁচদিন উত্তর পূর্ব ও পূর্ব ভারতের সব রাজ্যে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ৪ মে থেকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সিকিমে বজ্রপাত, মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারের মতো রবিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। ৫ মে পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়েও ঝড়বৃষ্টি ও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। ৬ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৬ মে পর্যন্ত দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থানেও ঘণ্টায় ৬০ কিমি ঝোড়ো হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানের কয়েকটি এলাকায় ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। এই দুর্যোগের আবহেও রাজ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
