আজকাল ওয়েবডেস্ক: বর্ষার বৃষ্টি পিছু ছাড়ছে না মোটেই। একনাগাড়ে বৃষ্টির জেরে জল জমে চরম ভোগান্তি সাধারণ মানুষের। কোথাও যানজট, কোথাও বা বন্যার মতো পরিস্থিতি। এই দশা থেকে এখনই রেহাই পাওয়া যাবে না। হাওয়া অফিস চলতি সপ্তাহেও একাধিক রাজ্যে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে।

মৌসম ভবন সূত্রে খবর, মঙ্গলবার থেকে টানা তিনদিন দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবার কেরল, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে জারি রয়েছে কমলা সতর্কতা। চলতি সপ্তাহে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ১৮ আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হবে। একইসঙ্গে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। ১৬ আগস্ট পর্যন্ত কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, লাক্ষাদ্বীপে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।