আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ের এক অদ্ভুত ঘটনা সম্প্রতি ইন্টারনেটজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আন্ধেরি ওয়েস্টে ঘটনাটি ঘটে৷ খবর অনুযায়ী লোকহান্ডওয়ালা মেইন মার্কেটে এক ভয়াবহ ট্র্যাফিক জ্যামের মধ্যে একটি গাড়ি আচমকা সকলের দৃষ্টি আকর্ষণ করে। গাড়ির মডেল বা ব্র্যান্ডের কারণে এমনটা ঘটেছে তা নয়, বরং ড্রাইভারের আসনে যিনি বসে ছিলেন তাঁকে দেখে সবাই অবাক। গাড়িতে বসে থাকা এমন অপ্রত্যাশিত আরোহী মুহূর্তের মধ্যে সবার নজর কাড়ে।
জানা গিয়েছে, গাড়ির চালকের আসনে ছিল একটি কুকুর। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি লাল রঙের গাড়ি রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে। আশপাশের পরিস্থিতি অত্যন্ত ব্যস্ত তখন। এহেন সময়ে ওই লাল গাড়ির এমন অদ্ভুত পার্কিংয়ের ফলে পেছনে থাকা একাধিক বাস ও গাড়ি মাঝরাস্তায় আটকে পড়ে। আশপাশের অন্যান গাড়িগুলো টানা হর্ন বাজিয়ে সেখান থেকে এগোনোর চেষ্টা করে।
এখানেই শেষ নয়। অবাক করা ব্যাপার হল, গাড়িতে চালকের আসনে ছিল একটি হাস্কি প্রজাতির কুকুর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির মালিক সম্ভবত তাঁদের পোষা কুকুরটিকে গাড়ির ভেতরে রেখেই কোথাও গিয়েছিলেন। আর ঠিক এই সময়েই ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভেতরে কুকুরটি অত্যন্ত শান্তভাবে বসে থাকলেও, বাইরের পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত অবস্থায় ছিল।
ভিডিও প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওতে গাড়ির নম্বর প্লেট স্পষ্টভাবে দেখা যায় নি। ফলে গাড়ির মালিক কে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ইনস্টাগ্রামে ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'গাড়ি পার্ক করা হয়েছে লোকহান্ডওয়ালা মেইন মার্কেটের ঠিক মাঝখানে, যার ফলে ভয়ানক অসুবিধার সৃষ্টি হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, গাড়ির চালকের আসনে একটি পোষা কুকুর বসে আছে। এমন দায়িত্বজ্ঞানহীন পার্কিংয়ের জন্য উপযুক্ত শাস্তি প্রাপ্য।'
দেখা গিয়েছে, ভিডিওটি ইতিমধ্যে প্রায় এক লক্ষাধিক ভিউ অতিক্রম করেছে। ফলস্বরূপ অনলাইনে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এর মধ্যে কেউ কেউ কুকুরটির মিষ্টি চেহারা দেখে মুগ্ধ হয়েছেন। আবার অনেকেই এমন আচরণকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করে বলেন, 'কি মিষ্টি দেখতে! কিন্তু একে একা গাড়িতে ফেলে যাওয়া ভয়ংকর ঝুঁকিপূর্ণ।' আরেকজন আবার লেখেন, 'আইকনিক লোকহান্ডওয়ালা রোড, যেখানে ট্র্যাফিক নিয়ম না মানার শিল্প শেখা যায়! যেন বাস্তব জীবনের অ্যান্টি-পার্কিং গেম।'
কারও রসিক মন্তব্য এমন ছিল, 'সে কি সত্যিই চালিয়ে এসেছে? ওর তো আমাদের চেয়েও বেশি বুদ্ধি আছে মনে হচ্ছে।' আরেকজন মন্তব্য করেন, 'লোকহান্ডওয়ালা তো সত্যিই কুকুরের দখলে চলে গিয়েছে দেখছি।'
তবে এসবের মধ্যেও কিছু বিশেষ মন্তব্যও ছিল। এক ব্যক্তি লেখেন, 'ছবি তুলে মুম্বাই ট্র্যাফিক অ্যাপে আপলোড করুন। গাড়ির বিরুদ্ধে চালান জারি হবে।' আরেকজন বলেন, 'দুঃখজনক হলেও সত্য, মুম্বাইয়ের প্রায় সব জায়গার একই অবস্থা। যেখানে-সেখানে গাড়ি পার্ক করা হয়, আর রাস্তা সরু হয়ে যায়। গত ১-২ বছর ধরে হঠাৎ করে শহরের সব জায়গায় ট্র্যাফিক বেড়ে গিয়েছে, কিন্তু ট্র্যাফিক পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।'
এই ঘটনা ঘটে এমন সময়, যখন কয়েক সপ্তাহ আগেই উত্তর প্রদেশের বৃন্দাবনে একটি হৃদয়বিদারক ঘটনা সামনে আসে।সেখানে একটি পাঁচ বছরের পোষা ল্যাব্রাডর গাড়িতে তালাবদ্ধ অবস্থায় গরমে শ্বাসরোধ হয়ে মারা যায়। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,গাড়ির মালিকরা তখন মন্দির দর্শনে গিয়েছিলেন। এই ঘটনাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
