আজকাল ওয়েবডেস্ক: স্বামী কোনও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, আগেই সন্দেহ হয়েছিল স্ত্রীর। সম্প্রতি জানতে পারলেন, পরিবারের এক সদসের সঙ্গেই স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। এই নিয়ে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন তরুণী। মাঝ রাস্তায় তরুণীকে আটকাতে যান তাঁর স্বামী। যা ঘিরেই পুরোদমে ধুন্ধুমার কাণ্ড। স্বামী-স্ত্রীর মারামারি দেখে চোখ ছানাবড়া সকলের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি বিহারের নালন্দায়। পুলিশ জানিয়েছে, সাত বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেশমি ও ধর্মবীর। তাঁদের দুই সন্তান রয়েছে। গত কয়েক মাসে তাঁদের সম্পর্কের অবনতি হয়। রেশমির অভিযোগ, সংসারের খরচ চাইলেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন স্বামী। এমনকী মারধর পর্যন্ত করেছেন। এরপরই স্ত্রীর সন্দেহ হয়, স্বামী কোনও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত আছেন। অন্যদিকে ধর্মবীরের অভিযোগ, রেশমি এক প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত হয়েছেন। সংসারে সময় দেন না। এমনকী সন্তানদের দেখভাল করেন না ঠিকমতো। তা ঘিরে দু'জনের মধ্যে ঝামেলা হত।
সম্প্রতি স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন রেশমি। তখনই তাঁকে আটকাতে যান ধর্মবীর। ভরা রাস্তাতেই দু'জনের ঝামেলা শুরু হয়। শেষমেশ স্বামীর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন রেশমি। পাল্টা ধর্মবীর স্ত্রীকে বেধড়ক মারধর করেন। দু'জনের মারামারি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দু'জনকেই থানায় নিয়ে যায় পুলিশ। বোঝানোর পর তাঁদের ছেড়েও দেন। এদিকে জনসমক্ষে স্বামী-স্ত্রীর মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
