আজকাল ওয়েবডেস্ক: অব্যবহৃত ফ্রিজ থেকে উদ্ধার মানুষের কঙ্কাল। পুরনো ওই ফ্রিজে প্লাস্টিকের মধ্যে রাখা ছিল মানুষের খুলি, হাড়গোড়। ফ্রিজের মধ্যে রাখা প্লাস্টিকের ব্যাগ খুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের। কীভাবে মানুষের কঙ্কাল এই ফ্রিজের মধ্যে এল, তা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম জেলায়। চোট্টানিক্কারা এলাকা থেকে খানিকটা অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। বাড়িটিতে ঢুকে তন্নতন্ন করে খুঁজে, সব খুঁটিনাটি পরীক্ষা করে দেখে তারা। সে সময়ে অব্যবহৃত ফ্রিজের মধ্যে প্লাস্টিকের ব্যাগটি তাদের চোখে পড়ে। সেই ব্যাগ খুলেই মানুষের কঙ্কাল দেখতে পায় তারা।
পুলিশ আরও জানিয়েছে, বাড়িটিতে দীর্ঘ দু'দশক ধরে কেউ বসবাস করেননি। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় দুষ্কৃতীরা প্রায়ই সেখানে আসত। প্রতিবেশীরা অভিযোগ জানান পুলিশে। তারপরেই তল্লাশি চালাতে আসে তারা। পরিত্যক্ত বাড়ির মধ্যে অতীতে কোনও খুনের ঘটনা ঘটেছিল কি না, কেউ মানুষের কঙ্কাল বাড়ির মধ্যে রেখে গিয়েছিলেন কি না, কারা ফ্রিজের মধ্যে খুলি, কঙ্কাল লুকিয়ে রেখে গিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ফ্রিজ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
