আজকাল ওয়েবডেস্ক : টাকার দরকার যেকোনও সময় হতে পারে। সেখানে পরিবারের কোনও অনুষ্ঠান হতে পারে, কোথাও ছুটি কাটানো হতে পারে, ভবিষ্যতের কথা ভেবে হতে পারে, কোনও দামী সামগ্রী কেনার ক্ষেত্রে হতে পারে। এই সবকটি ক্ষেত্রে ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন একটি অতি দরকারি অঙ্গ।
পার্সোনাল লোন হল এমন একটি লোন যেটি আপনি নিতে পারেন যেকোনও ব্যাঙ্ক থেকে বা কোনও অর্থকরী সংস্থা থেকে। বর্তমানের ডিজিটাল যুগের সঙ্গে তাল রেখে পার্সোনাল লোন অনলাইনেই করা যায়। তবে সেখানে কিছু নিয়ম মেনে চলতে হয়। কত দ্রুত আপনি পার্সোনাল লোন পেতে পারেন তারই তথ্য দেওয়া হল। পার্সোনাল লোন পেতে হলে যে নিয়মগুলি লাগে সেগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি অংশ।
বিগত ৩ মাসের স্যালারি স্লিপ।
ফর্ম সিক্সটিন যেখানে আপনার বার্ষিক আয়ের হিসাব থাকবে।
বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
প্যান কার্ড।
আধার কার্ড।
তবে যেখান থেকেই পার্সোনাল লোন নিন না কেন আগে সেই সংস্থার বিশ্বাসযোগ্যতার বিষয়টি দেখে নেবেন। যদি ব্যাঙ্ক হয় তবে তো চিন্তার কারণ নেই। তবে বেসরকারি প্রতিষ্ঠান হলে একটু যাচাই করে দেখে নিতে হবে।
