আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যতের কথা চিন্তা করেই বিমা করে থাকেন সাধারণ মানুষ। অদূর ভবিষ্যতের কথা কেউ জানেন না। জীবন অনিশ্চয়তায় পূর্ণ। অবসর গ্রহণের কথা ভেবে তার পরের সময়ের জন্য অনেকে পরিকল্পনা করলেও, দুর্ঘটনা-সহ একাধিক কারণে কেউ কেউ আর কাজে ফিরতে পারেন না। সেসব শুধু জীবন-যাপনে প্রভাব ফেলে কি? প্রভাব ফেলে অর্থনৈতিক পরিস্থিতিতেও। এই পরস্থিতিতে নজরে থাকে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ বিমা। কারা এই সুযোগ পেতে পারেন? রইল তথ্য।

বিশ্ব স্বাস্থ্যসংস্থার একটি সমীক্ষা বলছে, বিশ্ব জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ কোনও না কোনও ধরনের অক্ষমতার সম্মুখীন হয়। যেমন ধরা যাক, এক ব্যক্তি, বয়স ৪০। সাধারণ জীবন যাপন, যথেষ্ট আর্থিক উপার্জন। ৪০ বছর বয়সে আচমকা কোনও দুর্ঘটনার শিকার হলেন। দীর্ঘ কয়েকমাস তিনি কাজে ফিরতে পারলেন না। কিন্তু এর জন্য তার কোনও পুর্ব পরিকল্পনা ছিল না। সামনে বিপুল চিকিৎসার খরচ, খরচ দৈনন্দিন জীবন যাপনের জন্য। 

কিন্তু কেন প্রয়োজনীয় এই বিমা?

প্রথমেই আয় সংরক্ষণ। প্রতিমাসের আয়ের একটা অংশ জমা থাকে। কঠিন সময়ে সেই অর্থ সাহায্য করবে।

সঞ্চয় বা বিনিয়োগ হ্রাস থেকে বাধা দেয় এই ধরনের বিমা। 

আর বজায় থাকে ব্যক্তির মানসিক শান্তিও। 

কিন্তু কীভাবে এই বিমা তৈরি হয়?

কেউ নিজের আয়ের একটি অংশ এই বিমায় কাজে লাগাতে পারেন। 

কয়েক মাসের আয় দিয়ে হতে পারে স্বল্পমেয়াদী বিশেষ ভাবে সক্ষম বিমা।

টানা কয়েক বছর এমনকি অবসরের পরের সময় পর্যন্ত কভার করতে পারে দীর্ঘমেয়াদী বিশেষভাবে সক্ষম বিমা।